• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

কর অব্যাহতি ৫ বছর, ক্লাউড সার্ভিস এবং হোস্টিং সেবাকে কর মুক্তের দাবি বেসিসের

প্রকাশিত: ১৫:৪৪, ৯ জুন ২০২৪

আপডেট: ১৫:৪৭, ৯ জুন ২০২৪

ফন্ট সাইজ
কর অব্যাহতি ৫ বছর, ক্লাউড সার্ভিস এবং হোস্টিং সেবাকে কর মুক্তের দাবি বেসিসের

তথ্যপ্রযুক্তি খাতে কর অব্যহতির মেয়াদ ৩ বছর থেকে বাড়িয়ে ৫ বছর করা, ক্লাউড সার্ভিস এবং হোস্টিং সেবাকে কর মুক্ত সেবার তালিকায় অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছে দেশের তথ্য-প্রযুক্তি ব্যবসায়ীদের পাঁচ সংগঠন। 

রবিবার (৯ জুন) দুপুরে কারওয়ান বাজারে বেসিস মিলনায়তনে বাজেট প্রতিক্রিয়ায় এ দাবি জানায় বেসিস, বাক্কো, বিসিএস, ই-ক্যাব ও আইএসপিএবি। 

শিগগিরই সংগঠনের নেতারা এসব দাবি দাওয়া নিয়ে এনবিআরের সঙ্গে আলোচনা করবে বলে জানান। সংবাদ সম্মেলনে, ইন্টারনেট সেবা দাতাদের সংগঠন আইএসপিএবির পক্ষ থেকে আইএসপিকে আইটিইএস এর অন্তর্ভুক্ত করা, ইন্টারনেট সেবাদতা প্রতিষ্ঠানগুলোর ওপর ১০ শতাংশ অগ্রিম কর প্রত্যাহার করার দাবি জানান।

বর্তমানে ব্রডব্যান্ড পেনেট্রেশনের হার ১০ শতাংশ। কিন্তু স্মার্ট বাংলাদেশ গড়তে তা ৬০ শতাংশ হওয়া প্রয়োজন৷ তাই তাদের ওপর আরোপিত কর প্রত্যাহার না করা হলে স্মার্ট  বাংলাদেশ বির্নিমান সম্ভব নয় বলে জানান আইএসপিএবি সভাপতি।  

 ই-ক্যাবের ভাইস প্রেসিডেন্ট আম্বারিন রেজা বলেন, ওয়েব হোস্টিং, ক্লাউডে চাপ পড়লে তা ই কমার্সের ওপর প্রভাব ফেলবে। ক্যাশলেস হতে সরকার পেমেন্টের ক্ষেত্রে প্রণোদনা  দেয়া, ই-লার্নিং এ কর অব্যাহতি এবং ক্ষুদ্র ও কুটির উদ্যোক্তাদের টিডিএস উঠিয়ে নেয়ার  দাবি জানাচ্ছি। 
 

বিভি/ এসআই

মন্তব্য করুন: