• NEWS PORTAL

  • রবিবার, ১৩ অক্টোবর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

গুলিতে নিহত সেই আবু সাঈদের নামে চালু হলো ফন্ট

প্রকাশিত: ১৩:৪৯, ১ আগস্ট ২০২৪

আপডেট: ১৩:৫০, ১ আগস্ট ২০২৪

ফন্ট সাইজ
গুলিতে নিহত সেই আবু সাঈদের নামে চালু হলো ফন্ট

কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যু নিয়ে দেশজুড়ে তোলপাড় হয়েছে। এত কাছ থেকে নিরস্ত্র এক শিক্ষার্থীর বুকে গুলি চালানো নিয়েও দেশ-বিদেশে উঠেছে নানা প্রশ্ন। নানান আলোচনার ভিড়ে আবু সাঈদ স্মরণে অনেকেই অনেক কিছু করছেন। এরই মধ্যে অনলাইনের জন্য সাঈদের নামে একটি ফন্ট প্রকাশ করেছে কোডপত্র।

গতকাল নিজেদের ফেসবুক পেইজে ‘আবু সাঈদ’ নামের ফন্টটি উন্মুক্ত করে প্রতিষ্ঠানটি। নরমাল, ইটালিক ও বোল্ড তিন ক্যাটাগরিতেই এই ফন্টটি অবমুক্ত করেছে তারা। 

এর আগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর ফটকে সাইনবোর্ড টাঙিয়ে ‘শহীদ আবু সাঈদ গেইট’ নামকরণ করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। সেই সঙ্গে ঘটনাস্থল-সংলগ্ন পার্কের মোড়ের নাম করেছেন ‘শহীদ আবু সাঈদ চত্বর’। আন্দোলনকারী শিক্ষার্থীরা নাম দুটির দাপ্তরিক ও আনুষ্ঠানিকভাবে স্বীকৃতির দাবি জানিয়েছেন।

এছাড়াও আবু সাঈদকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর ফটকের সামনে যে স্থানে গুলি করা হয়েছে, সেই স্থান দেখতে মানুষের আনাগোনা দেখা যাচ্ছে। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে স্থানটি দেখতে আসছেন উৎসুক জনতা। কেউ কেউ ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন।

গত ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর ফটকের সামনে কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে পুলিশের গুলিতে নিহত হন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ। তার বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালি ইউনিয়নের জাফরপুর বাবনপুর গ্রামে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2