• NEWS PORTAL

  • সোমবার, ০৭ অক্টোবর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

কীভাবে পাসওয়ার্ড শক্তিশালী করবেন এবং কতদিন পর পরিবর্তন প্রয়োজন?

প্রকাশিত: ১৪:৩৭, ৯ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৪:২৬, ২৯ সেপ্টেম্বর ২০২৪

ফন্ট সাইজ
কীভাবে পাসওয়ার্ড শক্তিশালী করবেন এবং কতদিন পর পরিবর্তন প্রয়োজন?

স্মার্ট ডিভাইস ছাড়া বর্তমান সময়ে পথচলা দুরূহ। তথ্য-প্রযুক্তির এই সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারসহ স্মার্ট ফোন ও অন্যান্য ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে পাসওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত তথ্য, ছবি, ফাইল সুরক্ষায় পাসওয়ার্ডের ভূমিকা অনেক বেশি।

এসব সুরক্ষার ক্ষেত্রে আমাদের মধ্যে অনেকেই প্যাটার্ন বা পিন পাসওয়ার্ড ব্যবহার করেন। কিন্তু তারপরেও অনেক সময় হ্যাকারদের হাত থেকে এসব তথ্য সুরক্ষিত রাখা যায় না।

তথ্য সুরক্ষিত রাখতে মোবাইল ফোনে একটি শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা প্রয়োজন। পাসওয়ার্ড যতো বেশি শক্তিশালী ও গোপনীয় হবে, তথ্য ততো বেশি সুরক্ষিত থাকবে।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করেন, প্রতি ৯০ দিন বা ৩ মাস পর পর অবশ্যই পাসওয়ার্ড পরিবর্তন করা উচিত। মোবাইলের পাশাপাশি অনলাইনের সব অ্যাকাউন্টের পাসওয়ার্ডও যত বেশি পরিবর্তন করবেন, তত নিরাপদ থাকবেন।

কিছুদিন পর পর পাসওয়ার্ড পরিবর্তন করলে কেউ আপনার পাসওয়ার্ড অনুমান করতে পারবে না। দীর্ঘদিন একই পাসওয়ার্ড রাখলে, তা হ্যাক হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। প্রতিবার পাসওয়ার্ড পরিবর্তনের সময় অবশ্য এটা মনে রাখতে হবে, পাসওয়ার্ড যেন শক্তিশালী হয়।

পাসওয়ার্ড দেওয়ার সময় নিজের জন্ম তারিখ, নাম, রোল নম্বর, বিশেষ তারিখ, মোবাইল নম্বর ব্যবহার করা থেকে বিরত থাকুন। যদি এমন কিছু আপনার পাসওয়ার্ড হয়ে থাকে, তাহলে তা দ্রুত পরিবর্তন করে নেওয়া উচিত।

কারণ, এসব তথ্য আমরা নানাভাবে বিভিন্ন জায়গায় প্রকাশ করে থাকি, যা হ্যাকারদের হাতে যাওয়া খুব কঠিন কিছু হয় না। ফলে, তারা খুব সহজেই আপনার অ্যাকাউন্টের নিরাপত্তা বেষ্টনী ভেঙে ফেলতে পারবে।

শক্তিশালী পাসওয়ার্ডের জন্য বর্ণ ও সাংকেতিক চিহ্নর মিশ্র প্রয়োগ সবচেয়ে নিরাপদ। বড় ও ছোট হাতের বর্ণ, সাংকেতিক চিহ্ন এবং নম্বর এর ব্যবহার করে পাসওয়ার্ড তৈরি করুন। যেমন: H@b!b#2@24, M0n!R#2@24, S@nj!d@2O24

মোবাইল ফোনে কখনোই অনলাইনের কোনো পাসওয়ার্ড সেভ করে রাখবেন না। অনেকেই গুগল অ্যাকাউন্টের মাধ্যমে বিভিন্ন সাইটের পাসওয়ার্ড সেভ করে রাখেন। যদি কোনোভাবে আপনার গুগল অ্যাকাউন্টটি হ্যাক হয়, তাহলে সব পাসওয়ার্ডই চলে যাবে হ্যাকারের হাতে। তাই পাসওয়ার্ড ব্যবহার ও সেভের ক্ষেত্রে সতর্ক হোন।

বিভি/রাব্বী

মন্তব্য করুন: