চ্যাট জিপিটির নতুন সংস্করণ, রয়েছে পিএইচডি লেভেলের সক্ষমতা
প্রকাশিত: ১৫:৫১, ১৪ সেপ্টেম্বর ২০২৪
আপডেট: ১৬:১৬, ১৪ সেপ্টেম্বর ২০২৪
চ্যাট জিপিটির নতুন সংস্করন "ওপেনএআই ও১" বাজারে, বৃহসপতিবার এটি প্রিভিউ এর জন্য প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির দাবি অনুযায়ী, নতুন এ মডেলটি আগের মডেলগুলোর তুলনায় বিজ্ঞানের জটিল সমস্যা, কোডিং এবং গণিত নিয়ে ভালোভাবে যুক্তি দিয়ে সমাধান করতে সক্ষম, যার বুদ্ধিমত্তা হবে পিএইডি লেভেলের। জানা গেছে, এটি ধীরে ধীরে বেশিরভাগ চ্যাটজিপিটি ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে।
ওপেনএআই বলছে, "আমরা এই মডেলগুলোকে প্রশিক্ষণ দিয়েছি যাতে সেগুলো কোনো সমস্যা সমাধানের আগে আরও বেশি সময় নিয়ে চিন্তা করে, ঠিক যেমন একজন মানুষ করে। প্রশিক্ষণের মাধ্যমে মডেলগুলোর চিন্তা-চেতনায় পরিবর্তন করা হয়েছে যাতে নিজের ভুলগুলো শনাক্ত করতে সক্ষম।" নতুন এই মডেল পিএইচডি লেভেলের সমাধান করতে সক্ষম বলে মনে করা হচ্ছে, যেমন স্বাস্থ্য গবেষকদের জন্য সেল সিকোয়েন্সিং ডেটা ট্যাগ করতে এবং পদার্থবিদদের জন্য কোয়ান্টাম অপটিক্সের জটিল গাণিতিক সূত্র তৈরি করতে ব্যবহার করা যেতে পারে।
ওপেনএআই-এর গবেষক এবং বিজ্ঞানী নোয়াম ব্রাউন নতুন এআই মডেলগুলো সম্পের্কে বলেন, "ওপেনএআই ও১ মডেলটি কয়েক সেকেন্ড চিন্তা করে। তবে আমরা ভবিষ্যতের সংস্করণগুলোকে ঘণ্টা, দিন, এমনকি সপ্তাহব্যাপী চিন্তা করার ক্ষমতা দিতে চাই।"
যদিও এই প্রযুক্তি ক্যান্সার বা জলবায়ু সংকটের মতো জটিল সমস্যার সমাধানে সহায়ক হতে পারে, এটি একইসঙ্গে বিদ্যুৎ চাহিদা মেটানোর মতো চ্যালেঞ্জ তৈরি করছে, যা উন্নত এআই সিস্টেমগুলোর জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এই চাহিদা পূরণ না করতে পারলে বৈশ্বিক উষ্ণায়নের অবস্থা আরও খারাপ হতে পারে।
নতুন ওপেনএআই মডেলটি চ্যাটজিপিটি-কে ব্যবহারযোগ্য করে তোলার মতো অনেক বৈশিষ্ট্য যেমন ইন্টারনেট ব্রাউজিং, ফাইল ও ছবি আপলোড করার সুবিধা এখনো পায়নি। তবে, "জটিল যুক্তিভিত্তিক কাজের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি," বলে ওপেনএআই জানিয়েছে।
মডেলটি (ওপেনএআই ও১) পরীক্ষা করার সময় সেটি পদার্থবিদ্যা, রসায়ন এবং জীববিদ্যার কঠিন মানদণ্ডের কাজে পিএইচডি শিক্ষার্থীদের মতো পারফর্ম করেছে বলে প্রতিষ্ঠানটি দাবি করেছে।
এছাড়া, আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের যোগ্যতা পরীক্ষায় এই মডেলগুলো ৮৩ শতাংশ সমস্যার সঠিক সমাধান করেছে।
বিভি/ এসআই
মন্তব্য করুন: