• NEWS PORTAL

  • রবিবার, ৩১ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ব্রাজিলে আবারও এক্স চালুর অনুমতি, তবে দিতে হয়েছে বড় মাশুল

প্রকাশিত: ১৪:২৯, ৯ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
ব্রাজিলে আবারও এক্স চালুর অনুমতি, তবে দিতে হয়েছে বড় মাশুল

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলো ব্রাজিল। ভুল তথ্য ছড়ানো নিয়ে বিবাদের জেরে গত আগস্ট মাসে দেশটিতে এক্স নিষিদ্ধ করা হয়।

বুধবার (৯ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে জানায়, ব্রাজিলের সুপ্রিম কোর্ট মার্কিন ধনকুবের ইলন মাস্কের এক্সের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন। তবে, এজন্য মোটা অঙ্কের জরিমানা গুনতে হয়েছে প্রতিষ্ঠানটিকে।

বিচারক আলেকজান্দ্রে দ্য মোরেস বলেছেন, ‘আমি এক্স-এর কার্যক্রম অবিলম্বে পুনরায় চালু করার অনুমতি দিচ্ছি। এটি পুনরায় সচল করতে ব্রাজিলের যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থাকে ২৪ ঘণ্টার সময় দিচ্ছি।’

এ বিষয়ে এখনো কোনও মন্তব্য করেননি ইলন মাস্ক। তবে গ্লোবাল অ্যাফেয়ার্স অ্যাকাউন্টের মাধ্যমে এক্স জানিয়েছে, তারা ব্রাজিলে পুনরায় কার্যক্রম শুরু করতে পেরে গর্বিত। এছাড়া, যেসব দেশে তারা কাজ করবেন সেসব দেশের আইন মেনে বাকস্বাধীনতা চর্চা অব্যাহত রাখা হবে।

ভুয়া তথ্য ছড়ানো নিয়ে বিরোধের জেরে গত আগস্টে ব্রাজিলে এক্স নিষিদ্ধ করেছিলেন বিচারক দ্য মোরেস। এছাড়া, এক্স (সাবেক টুইটার)-এর পক্ষ থেকে আদালত একজন বৈধ প্রতিনিধি নিয়োগ দিতে বললেও তা করেনি প্রতিষ্ঠানটি।

আলেকজান্দ্রে দ্য মোরেস এক্স প্ল্যাটফর্ম বন্ধের আদেশ দিলে তখন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান মাস্ক। তিনি বলেন, বাকস্বাধীনতা গণতন্ত্রের ভিত্তি। ব্রাজিলের একজন অনির্বাচিত ছদ্মবেশী বিচারক রাজনৈতিক উদ্দেশ্যে এটিকে ধ্বংস করছে।

তবে অবশেষে সেই বিচারকের সব আদেশ মেনে নিয়েছেন মাস্কের এক্স। গত সপ্তাহে বিচারক দ্য মোরেস নিশ্চিত করেছেন যে, কোম্পানিটি প্রায় ৫২ লাখ মার্কিন ডলার জরিমানা পরিশোধ করেছে। ব্রাজিলে ২ কোটি ২০ লাখ এক্স ব্যবহারকারী আছেন।
 

বিভি/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2