• NEWS PORTAL

  • সোমবার, ১০ নভেম্বর ২০২৫

সাইবার হামলা: উগান্ডার কেন্দ্রীয় ব্যাংক থেকে ১৭ মিলিয়ন ডলার চুরি!

প্রকাশিত: ১৩:০৩, ৩০ নভেম্বর ২০২৪

আপডেট: ১৩:১৩, ৩০ নভেম্বর ২০২৪

ফন্ট সাইজ

উগান্ডার কেন্দ্রীয় ব্যাংকে সাইবার হামলার ঘটনা ঘটেছে। হ্যাকাররা কেন্দ্রীয় ব্যাংক থেকে ১৮.৬ মিলিয়ন ডলার চুরির দাবি করেছে। সাইবার হামলার বিষয়টি স্বীকার করেছে উগান্ডার সরকার। তবে হ্যাকাররা যে পরিমান ডলার চুরির কথা বলেছে তা সঠিক নয় বলে দাবি সরকারের। 

”এটি সত্যি যে অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে, তবে মিডিয়ায় যে পরিমান উল্লেখ করা হচ্ছে তেমন পরিমান নয়। আমরা ইতিমধ্যে অডিট শুরু করেছি, সাথে তদন্তও- বৃহসপতিবার পার্লামেন্টে বলছিলেন দেশটির অর্থমন্ত্রী হেনরি মুসাসিজি”। 

রয়টার্স উগান্ডার সরকারী গণমাধ্যম নিউ ভিশনকে উদ্ধৃত করে জানিয়েছে, “ওয়াস্ট” "Waste" হ্যাকার গোষ্টী ব্যাংকটির আইটি সিস্টেমে প্রবেশ করে টাকা স্থানান্তরিত করেছে। দেশটির অর্থমন্ত্রী হেনরি মুসাসিজি ।

সাইবার হামলার বিষয়টি স্বীকার করে বলেন, পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট এবং অডিটর জেনারেল বিষয়টির তদন্ত করছে। 

নিউভিশন বলছে, চুরি করা অর্থের অর্ধেক ব্যাংক কর্তৃপক্ষ ফেরত এনেছে। 

রয়টার্স উগান্ডার সরকারী গণমাধ্যম নিউ ভিশনকে উদ্ধৃত করে জানিয়েছে, হ্যাকার গোষ্ঠীটি দক্ষিণ-পূর্ব এশিয়ার। ব্যাংকের চুরি করা ডলার তারা জাপানে পাঠিয়েছে বলে নিউভিশনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

উগান্ডার সর্ববৃহ/ স্বাধীন সংবাদ মাধ্যমে “ডেইলি মনিটর” বলছে, সাইবার হামলার ঘটনায় ব্যাংকের ভিতরের (কর্মকর্তা/কর্মচারী) কেউ জড়িত থাকতে পারে। 

বিভি/ এসআই

মন্তব্য করুন: