৯৭.৪ বিলিয়নে ওপেনএআই কিনতে চান মাস্ক, ৯.৭৪ বিলিয়নে এক্স কেনার পাল্টা প্রস্তাব

ইলন মাস্ক (বায়ে) ও স্যাম অল্টম্যান
চ্যাট জিপিটির মূল কোম্পানি ওপেন-এআই প্রতিষ্ঠানটিকে কিনতে ৯৭ বিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছে ইলন মাস্কের নেতৃত্বাধীন এক বিনিয়োগকারী সংস্থা। কিন্তু ওই প্রতিষ্ঠানের মালিক এই প্রস্তাবে রাজি হননি। উল্টো মাস্কের মালিকানাধীন এক্স (সাবেক টুইটার) কেনার প্রস্তাব দিয়েছেন ওপেন এআই এর সিইও স্যাম অল্টম্যান।
স্থানীয় সময় সোমবার (১০ ফেব্রুয়ারি) প্রকাশিত মাস্কের দরপত্রটি স্টার্টআপটির ভবিষ্যৎ নিয়ে ওপেন-এআই’এর সিইও স্যাম অল্টম্যানের সাথে দীর্ঘস্থায়ী কলহকে আরও বাড়িয়ে তুলতে পারে। দুজনের দুই প্রস্তাবে প্রযুক্তি বাজারে চলছে নানান গুঞ্জন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, চ্যাটজিপিটি’র মাদার কোম্পানি ওপেন-এআই কেনার প্রস্তাবের জবাবে মাস্কের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্স-এ অল্টম্যান বলেন, ‘না ধন্যবাদ, তবে আপনি চাইলে আমরা টুইটার ৯ দশমিক ৭৪ বিলিয়ন ডলারে কিনে নিতে পারি।’
এই প্রস্তাবটি ইলন মাস্ক এবং ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যানের মধ্যে দীর্ঘদিনের বিরোধের নতুন এক অধ্যায়। ২০১৫ সালে তারা একত্রে ওপেনএআই প্রতিষ্ঠা করেছিলেন। তবে ২০১৮ সালে সংস্থাটি ছেড়ে চলে যান মাস্ক। এরপর থেকেই দুজনের সম্পর্কের মধ্যে টানাপোড়েন দেখা দেয়।
বিভি/এজেড
মন্তব্য করুন: