সৌদি আরব পৌঁছে হজযাত্রীদের কিনতে হবে না বিদেশি সিম, রিচার্জ ঝামেলাহীন

হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা দিচ্ছে রবি। এতে রবি গ্রাহকদের সৌদি আরব পৌঁছানো পর কিনতে হবে না কোনো বিদেশি সিম।
রিচার্জ পয়েন্ট খোঁজার ঝামেলা কিংবা ভাষাগত সমস্যা ছাড়াই এই প্যাকেজ কিনে ব্যবহারকারীরা সহজে যোগাযোগ করতে পারবেন তাদের পরিবারের সাথে।
১ দিনের জন্য ১৪৬ টাকায় পাওয়া যাবে ৫০০ এমবি ইন্টারনেট।
৭ দিন মেয়াদে ৬৯৬ টাকায় পাওয়া যাবে ৪ জিবি ৩০ মিনিট এবং ১০টি SMS।
এছাড়াও রয়েছে ভিন্ন ভিন্ন মেয়াদের বিভিন্ন প্যাকেজ। রোমিং অফারে রয়েছে বিশেষ ভয়েস প্যাক।
১০০ মিনিট ভয়েস কলে থাকছে সৌদি আরবের স্থানীয় কলসহ বাংলাদেশ, আন্তর্জাতিক ও ইনকামিং কল।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: