• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

যেসব সুবিধা পাওয়া যাবে হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে 

প্রকাশিত: ১১:৫০, ১৬ মার্চ ২০২৫

ফন্ট সাইজ
যেসব সুবিধা পাওয়া যাবে হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে 

ফাইল ছবি

নতুন নতুন ফিচার যোগ করে ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করার চেষ্টায় হোয়াটসঅ্যাপ এবার নিয়ে আসছে ‘মেসেজ থ্রেডস’ নামে একটি নতুন ফিচার। এই ফিচারের জন্য চ্যাটিং আরও সহজ হবে। নতুন এই আপডেটের ফলে নির্দিষ্ট বার্তার প্রতিক্রিয়া (রিপ্লাই) সহজে ট্র্যাক করা যাবে, যা দীর্ঘ চ্যাটিং বা গ্রুপ চ্যাট ব্যবস্থাপনায় বেশ কার্যকর হবে।

এই ফিচারের মাধ্যমে নির্দিষ্ট মেসেজের রিপ্লাইগুলো একটি আলাদা থ্রেডে সংরক্ষিত থাকবে। ফলে ব্যবহারকারীরা সহজেই আগের উত্তরগুলো খুঁজে পাবে এবং বারবার স্ক্রল করার প্রয়োজন পড়বে না।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ওয়েবেটাইনফো জানিয়েছে, হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বেটা ২.২৫.৭.৭ সংস্করণে এই ফিচার যুক্ত হয়েছে। এটি মূলত একটি সংগঠিত কথোপকথনের ব্যবস্থা তৈরি করবে, যেখানে প্রতিটি মেসেজের প্রতিক্রিয়া (রিপ্লাই) আলাদাভাবে দেখা যাবে।

বর্তমানে কোনো মেসেজের রিপ্লাই দেখতে চাইলে একে একে ক্লিক করতে হয় বা প্রথম উদ্ধৃত মেসেজটি খুঁজে বের করতে হয়। নতুন আপডেটের ফলে সব রিপ্লাই একই থ্রেডে সাজানো থাকবে, ফলে সহজেই পুরনো মেসেজ এবং তার প্রতিক্রিয়া দেখা যাবে।

মেসেজ থ্রেডসের সুবিধা:

দীর্ঘ কথোপকথন ট্র্যাক করা সহজ হবে।
গ্রুপ চ্যাট ও অফিসিয়াল কমিউনিকেশন আরও কার্যকর হবে।
পুরনো রিপ্লাই খুঁজতে স্ক্রল করার ঝামেলা কমবে।
চ্যাটের গোপনীয়তা ও সংগঠিত বিন্যাস বজায় থাকবে।

বর্তমানে মেসেজ থ্রেডস ফিচারটি পরীক্ষামূলক পর্যায়ে (বেটা ভার্সনে) চালু হয়েছে এবং নির্দিষ্ট কিছু ব্যবহারকারী এটি ব্যবহার করতে পারছেন। তবে খুব শিগগিরই এটি সর্বজনীনভাবে উন্মুক্ত করা হবে, যাতে সব ব্যবহারকারী এই নতুন সুবিধা উপভোগ করতে পারেন।

বিভি/এসজি

মন্তব্য করুন: