• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

সিম কার্ডের কোনা কাটা থাকে কেন?

প্রকাশিত: ১৭:৪২, ২২ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
সিম কার্ডের কোনা কাটা থাকে কেন?

সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। পুরো নামটা বললে চট করে বুঝে ওঠা মুশকিল। যদি বলা যায়, সিম কার্ড। সহজেই বোঝা যাবে। প্রত্যেকেই এখন মোবাইল ফোন ব্যবহার করেন। অনেকের কাছে আবার একাধিক ফোন। তবে এটি তখনই কাজের হয়ে উঠবে, যখন সক্রিয় সিম কার্ড থাকবে। যোগাযোগ ব্যবস্থার কারণে খুবই গুরুত্বপূর্ণ অংশ। সিম কার্ডের আকৃতি নিশ্চয়ই খেয়াল করেছেন। আচ্ছা, একটা কোনা কেন কাটা থাকে ভেবে দেখেছেন?

আচ্ছা, একটা কোনা কেন কাটা থাকে ভেবে দেখেছেন? হয়তো প্রশ্নটা মনে এসেছে, কিন্তু গভীরে ভাবেননি। জেনে নেওয়া যাক এর কারণ।

এর প্রধান কারণ, এই এক কোনা কাটা দেখেই সহজেই বোঝা যায়, সিম কার্ডটি মোবাইলে কীভাবে সেট করতে হবে। সিম কার্ডের মধ্যে একটি চিপও থাকবে। যার মধ্যে আপনার সমস্ত তথ্যও থাকে। সিম কার্ড ভুল ভাবে সেট করলে তা কাজই করবে না। ফলে মোবাইল থেকেও লাভ নেই।

সিম কার্ডের এমন আকৃতির এটিই প্রধান কারণ। এর পাশাপাশি টেকনিক্যাল নিরাপত্তারও ব্যাপার রয়েছে। মোবাইলের নির্দিষ্ট জায়গায় এটি সেট করতে না পারলে ফোনও যেমন খারাপ হতে পারে, তেমনই সিমও কোনও কাজের থাকবে না। 


ISO- অর্থাৎ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের তরফে সিম কার্ডের নকসা ঠিক করে দেওয়া হয়েছে। সেই অনুযায়ীই সিমের আকৃতি এমন করা হয়ে থাকে। এক কোনা কাটার বিষয়ও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডেই ঠিক করা। যাতে যে কোনও সংস্থার ফোনেই ব্যবহার করা যায়।

তবে সবকিছুর মূলে প্রধান লক্ষ্য সাবক্রাইবার স্বচ্ছন্দবোধে। তাঁদের যাতে সিম সেট করতে কোনওরকম সমস্যা না হয়, সে কারণে এটিকে একটি চিহ্নও বলা যায়। অতিরিক্ত ভাবনা চিন্তা ছাড়া সকলেই সহজে সিম সেট করতে পারেন ফোনে। নেটওয়ার্ক এবং ডিভাইসের নিরাপত্তাও সুনিশ্চিত হয়। 

বিভি/ এসআই

মন্তব্য করুন: