• NEWS PORTAL

  • বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

জন্ম নিবন্ধন রেজিস্টারসহ বাংলাদেশের ৫ মিলিয়ন ডেটা বিক্রির পোস্ট হ্যাকারের (ভিডিও)

প্রকাশিত: ২১:২২, ১ আগস্ট ২০২৫

আপডেট: ২১:২৩, ১ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ

সাইবার হামলার শিকার বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ। ডার্ক ওয়েবে ৩১ জুলাই বিআরটিএর’র ১ মিলিয়ন ডেটা ১২’শ ডলারে বিক্রির জন্য পোস্ট দিয়েছে হ্যাকাররা। তাদের দাবি, ওইসব ডেটাবেইজে ব্যবহারকারীর নাম, পাসপোর্ট নাম্বার, ইমেইল অ্যাড্রেস সহ গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে।

এদিকে, গত ৩০ জুলাই জন্ম-মৃত্যু নিবন্ধণ রেজিস্টার জেনারেল কার্যালয়ের ৪ মিলিয়ন ডেটা বিক্রির পোস্ট দিয়েছে সাইবার দৃষ্কৃতিকারীরা। তথ্যের স্যাম্পল পোস্ট করে তারা দাবি করেছে প্রতিষ্ঠানটির ডেটা বেহাতের ঘটনা ২০২৫ সালের জুলাইয়ের। হ্যাকারদের দাবি, তাদের ডেটাবেইজে ব্যবহারকারীর নাম, ফোন নাম্বার, জাতীয় পরিচয় পত্রের নাম্বার সহ গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে।

এসব বিষয় জানতে প্রতিষ্ঠান দুটির একাধিক কর্মকর্তাকে ফোন দিলেও কাউকে ফোনে পায়নি বাংলাভিশন।

গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠান দুটিতে সাইবার হামলার ঘটনা এমন সময় সামনে এলো যখন সরকারের সাইবার ইস্যু দেখভালকারী প্রতিষ্ঠান বিজিডি ই-গভ সার্ট এবং বাংলাদেশ ব্যাংক আসন্ন সাইবার হামলা সম্পর্কে পৃথক পৃথক সাইবার সতর্কতা জারি করেছে। এসব সতর্ক বার্তায় সরকারি দপ্তর, জ্বালানি খাত, টেলিযোগাযোগ, আইটি অবকাঠামোসহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে সাইবার হামলা হতে পারে বলে জানানো হয়েছে।

একাধিক সুত্র বলছে, বড় ধরনের অস্থিরতা তৈরি করতে ২-৫ আগস্ট বড় সাইবার হামলার শঙ্কা রয়েছে। বিশ্লেষকরা হামলাকারীদের উদ্যোকে মোটাদাগে তিন ভাগে ভাগ করেছেন। Mass casualty (বিপুল প্রাণহানি), Major economic disruption (বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয়) এবং Spectacularity (দৃশ্যমান প্রভাব বিস্তার )।

এই সাইবার হামলার পেছনে প্রকৃত পক্ষে কে বা কারা রয়েছে এখনই তা এখনই পরিষ্কার ভাবে জানা না গেলেও গত ৫ আগস্ট ২০২৪ সালে পতন হওয়া ফ্যাসিবাদী হাসিনা সরকার থাকতে পারে বলে মনে করছেন অনেকেই।

বিভি/ এসআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2