• NEWS PORTAL

  • সোমবার, ১৮ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

রিমোট সেন্সিং স্যাটেলাইট উৎক্ষেপন করলো পাকিস্তান

প্রকাশিত: ১৫:৪৮, ১৭ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
রিমোট সেন্সিং স্যাটেলাইট উৎক্ষেপন করলো পাকিস্তান

নিজস্ব প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক রিমোট সেন্সিং স্যাটেলাইট উৎক্ষেপন করেছে পাকিস্তান। পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম দ্য ডন শনিবার (১৬ আগস্ট) পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশন (সুপারকো) সূত্রের বরাতে জানিয়েছে স্যাটেলাইট নির্দিষ্ট কক্ষপথে পৌঁছেছে এবং সেখান থেকে সফলভাবে কার্যক্রম শুরু করেছে।

জানা গেছে, স্যাটেলাইটটি গত ৩১ জুলাই চীনের শিচ্যাং লঞ্চ সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়। কক্ষপথে পৌঁছানোর পর এটি স্থলভিত্তিক স্টেশনের সঙ্গে স্থিতিশীল যোগাযোগ স্থাপন করেছে এবং ইতোমধ্যে উচ্চ রেজোলিউশনের ছবি সংগ্রহ করে পাঠানো শুরু করেছে।

সুপারকো জানিয়েছে, স্যাটেলাইট থেকে প্রাপ্ত তথ্য জাতীয় জীবনের নানা ক্ষেত্রে ব্যবহার করা যাবে। বিশেষ করে নগর পরিকল্পনা, অবকাঠামো উন্নয়ন, শহরের বিস্তার পর্যবেক্ষণ এবং পরিবেশ সুরক্ষায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এছাড়া হিমবাহ গলে যাওয়া, বন উজাড় কিংবা জলবায়ু পরিবর্তনজনিত পরিস্থিতি পর্যবেক্ষণেও স্যাটেলাইটটি কার্যকর হবে। কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহারে এটি সহায়ক হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রতিবেদন অনুযায়ী, উন্নত সেন্সরযুক্ত এই স্যাটেলাইট প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায়ও নতুন দিগন্ত উন্মোচন করবে। বন্যা, ভূমিকম্প, ভূমিধসের মতো দুর্যোগের আগাম তথ্য সরবরাহের মাধ্যমে কর্তৃপক্ষকে দ্রুত সাড়া দেওয়ার সুযোগ করে দেবে।

চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর (সিপিইসি) প্রকল্প বাস্তবায়ন, পরিবহন নেটওয়ার্ক মানচিত্রায়ন এবং ভূখণ্ডের ঝুঁকি নিরূপণেও এ স্যাটেলাইট কার্যকর হবে বলে জানিয়েছে দ্য ডন।
 

বিভি/ এসআই

মন্তব্য করুন: