• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

আইনি সমস্যা সমাধানে বাংলায় চ্যাটবট

প্রকাশিত: ১৩:১৮, ২ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
আইনি সমস্যা সমাধানে বাংলায় চ্যাটবট

গ্রামের সাধারণ মানুষের বেশিরভাগই কৃষক অথবা শ্রমিক। কোনও আইনি সমস্যায় পড়লে বেশিরভাগ সময়ই আইনজীবীর দ্বারস্থ হওয়া কঠিন হয়ে পড়ে। এর একটা বড় কারণ হল আইনজীবীর দ্বারস্থ হতে অর্থের প্রয়োজন হয়। অন্যদিকে, গ্রামের মানুষদের হাতে প্রয়োজনের সময় বাড়তি টাকা থাকে না বললেই চলে।

এবার সেই সব গরীব, শ্রমজীবী মানুষের পাশে দাড়াতে কাজ করছেন টেক অনুরাগী। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে একটি যুগান্তকারী ‘লিগ্যাল চ্যাটবট’ তৈরি করে ফেলেছেন ভারতের গ্রিন এআই-এর ডিরেক্টর বা ধীরুভাই আম্বানি ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্সের প্রফেসর প্রসেনজিৎ মজুমদার।

এই লিগ্যাল চ্যাটবটের মাধ্যমে মানুষ কোনও আইনি সমস্যার সমাধান জেনে যাবেন কয়েক মুহূর্তে। কোন ক্ষেত্রে কোন ধারায় মামলা করতে হবে বা এই ধরণের কোনও আইনি প্রশ্নের উত্তর মুহূর্তে জেনে যাবে যে কেউ।

বর্তমানে যে সব এআই টুল বা চ্যাটবট ব্যবহৃত হয়, তারা মূলত ইংরেজি ভাষা ব্যবহার করে। এ ছাড়াও এই চ্যাটবট ব্যবহারের খরচও অনেক বেশি। ফলে, আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে পারেন ও ইংরেজি জানেন, এমন মানুষই উপকৃত হন। আর সেই বিষয়েই বদল নিয়ে আসতে চাইছে গ্রিন এআই।

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2