• NEWS PORTAL

  • শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫

বদলাচ্ছে প্রতারণার ধরন, ব্যক্তিগত তথ্য এবং ফোনকে সুরক্ষিত রাখবেন যেভাবে

প্রকাশিত: ১৭:০৬, ৩০ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৭:০৬, ৩০ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
বদলাচ্ছে প্রতারণার ধরন, ব্যক্তিগত তথ্য এবং ফোনকে সুরক্ষিত রাখবেন যেভাবে

যতদিন যাচ্ছে যেন বাড়ছে ডিজিটাল স্ক্যাম। প্রতি মুহূর্তে যেন জালিয়াতি করার একেকটা নতুন পথ খুঁজে বের করছেন অপরাধীরা। সাধারণ মানুষের সামান্যতম অসাধনতার জন্য বড় মাশুল হতে দিতে পারে আপনাকে। অনেক সময় আমরা বুঝতেই পারি না কীভাবে, কখন হ্যাক হয়ে যাচ্ছে আপনার মোবাইল বা ল্যাপটপ। আপনার অজান্তেই লিক হয়ে যাচ্ছে আপনার সব ব্যাক্তিগত তথ্যও। তাই এই সব বিষয়ে নিজের সাবধান থাকাটা অত্যন্ত জরুরি।

হতে পারে আপনি যখন এই প্রতিবেদন পড়ছেন, তখন হয়তো আপনার মোবাইল কোনও স্ক্যামারের দখলে। অথচ আপনার সে সম্পর্কে কোনও ধারণা নেই। কী ভাবে বুঝবেন আপনার মোবাইলের সিকিউরিটি কমপ্রোমাইজ হয়ে গেছে কিনা? তা সুরক্ষিত কিনা শনাক্ত করবেন কোন উপায়ে?

মোবাইল কমপ্রোমাইজ ডিটেকশন এন্ডপয়েন্ট, সিকিউরিটির একটি গুরুত্বপূর্ণ অংশ—বিশেষ করে যখন এই ডিভাইসগুলো MFA (Multi-Factor Authentication), রিমোট অ্যাক্সেস বা এডিটোরিয়াল ওয়ার্কফ্লোতে ব্যবহৃত হয়।

আপনার অ্যান্ড্রয়েড বা iOS ডিভাইসের সিকিউরিটি কমপ্রোমাইজ হয়েছে কি না তা যাচাই করতে বেশ কিছু পদ্ধতি অবলম্বন করতে পারেন। এতে আছে ম্যানুয়াল চেক, ডায়াগনস্টিক কোড এবং আচরণগত রেড-ফ্ল্যাগ।

মোবাইল কমপ্রোমাইজ হলে তার কিছু সাধারণ লক্ষণ থাকে। Android ও iOS উভয়ের জন্য প্রযোজ্য। যেমন ধরুন –

১। দ্রুত ব্যাটারি শেষ হয়ে যাওয়া। ডিভাইসে ব্যাকগ্রাউন্ডে ম্যালওয়্যার ভাইরস থাকলে তাড়াতাড়ি ব্যাটারি শেষ হয়।

২। অতিরিক্ত ডেটা খরচ। দেখবেন আপনার ডেটা বোঝার অনেক আগে শেষ হয়ে যাচ্ছে। হতে পারে স্পাইওয়্যার আপনার ডেটা চুরি করছে নিঃশব্দে।

৩। ডিভাইস স্লো হয়ে যাওয়া। ট্রোজান বা RAT সিস্টেম রিসোর্স দখল করে নিলে এমনটা হয়।

৪। অপরিচিত আউটগোয়িং SMS/কল। বটনেট বা RAT-এর লক্ষণ এই সমস্যা।

৫। ডিভাইস অস্বাভাবিকভাবে গরম হওয়া। ক্রমাগত ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি চলতে থাকলে আপনি কাজ না করলেও ডিভাইস গরম হয়ে উঠতে পারে।

৬। অদ্ভুত পপ-আপ বা রিডাইরেক্ট। অ্যাডওয়্যার বা ফিশিং আক্রমণের ক্ষেত্রে এমনটা হয়।

৭। অ্যাকাউন্টে অস্বাভাবিক কার্যকলাপ দেখলে সাবধান। ডিভাইস থেকে ক্রেডেনশিয়াল ফাঁস হওয়ার সম্ভাবনা এই ক্ষেত্রে সর্বাধিক।

অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য বিশেষ চেকিং :

USSD ডায়াগনস্টিক কোড ব্যবহার করে চেক করতে পারেন।

ফোন অ্যাপ থেকে ডায়াল করুন:

১। *#06# ডায়াল করুন। দেখুন IMEI। যাচাই করুন ক্লোনিং হয়েছে কি না।

২। *#21# ডায়াল করুন। কল ফরোয়ার্ডিং চেক করুন। স্পাইওয়্যারের আচরণের কারণে নানা সমস্যা হতে পারে।

৩। ##4636## ডায়াল করুন। ইউসেজ স্ট্যাটস, ব্যাটারি ও অ্যাপ কার্যকলাপ দেখুন।

৪। ##002# ডায়াল করুন। সব ধরনের কল ফরোয়ার্ডিং বন্ধ করুন।

ম্যানুয়াল চেক করবেন কীভাবে?

Settings-গিয়ে Apps-এ যান। অপরিচিত বা সন্দেহজনক কোনও অ্যাপ আছে কিনা খুঁজে দেখুন।

Settings-গিয়ে Security-তে যান। এবার Device Admins গিয়ে ভুয়ো অ্যাডমিনদের এক্সেস বন্ধ করুন।

Play Protect বা বিশ্বস্ত অ্যান্টিভাইরাস (Bitdefender, Malwarebytes) ব্যবহার করতে পারেন।

Accessibility Services রিভিউ করুন। এতে স্পাইওয়্যার অপব্যবহার করছে কি না দেখতে পারবেন।

iOS ডিভাইসের জন্য বিশেষ চেকিং ব্যবস্থা :

কোডিং-এর মাধ্যমে।

১। 3001#12345# ডায়াল করুন। Field Test Mode খুলে অ্যাডভান্সড ডায়াগনোসিস করতে পারবেন।

ম্যানুয়াল চেকিং করুন :

Settings গিয়ে General অপশন বাছুন। VPN & Device Management গিয়ে দেখুন কোনও অজানা প্রোফাইল আছে কি না।

Settings থেকে Battery Usage দেখুন। অস্বাভাবিক ব্যাটারি খরচকারী অ্যাপকে শনাক্ত করুন।

Settings গিয়ে Privacy অপশনে যান। এবার অ্যাপ পারমিশন যাচাই করুন। ক্যামেরা, মাইক, লোকেশন এগুলো সব অ্যাপকে না দিয়ে রাখাই ভাল।

নিরাপত্তার জন্য Clario বা iVerify-এর মতো টুল ব্যবহার করতে পারেন।

অ্যাডভান্সড চেকিং করতে চাইলে iOS থেকে Sysdiagnose বা Console লগ ব্যবহার করে ফরেনসিক অ্যানালাইসিস করতে পারেন।

Android এর ক্ষেত্রে Developer Options তারপর USB Debugging চালু করে ADB স্ক্যান চালাতে পারেন।

NetGuard বা Wireshark দিয়ে DNS/নেটওয়ার্ক ট্রাফিক পর্যবেক্ষণ করতে পারেন।

ডিভাইস কমপ্রোমাইজ হলে কী করবেন?

Wi-Fi এবং মোবাইল ডেটা বন্ধ করুন। সব পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলুন অবিলম্বে। বিশেষত MFA অ্যাকাউন্টের পাসওয়ার্ড। সন্দেহজনক অ্যাপ দেখলে মুছে ফেলুন। সম্পূর্ণ অ্যান্টিভাইরাস স্ক্যান করুন। ডিভাইস কমপ্রোমাইজ হয়েছে নিশ্চিত হলে ফ্যাক্টরি রিসেট করুন। এন্টারপ্রাইজ ব্যবহারের ক্ষেত্রে পুনরায় MDM বা এন্ডপয়েন্ট প্রোটেকশনে এনরোল করুন।

ফোনকে সুরক্ষিত রাখতে চাইলে সিকিউরিটি সেটিংস কেমন হওয়া উচিত?

স্ক্রিন লক ও বায়োমেট্রিক অন রাখুন –

১। Settings > Security > Screen Lock গিয়ে PIN বা Password বা Pattern লক অন করুন।

২। Biometrics গিয়ে Fingerprint বা Face Unlock অপশন রাখুন।

ফুল ডিভাইস এনক্রিপশন নিশ্চিত করুন :

১। Settings > Security > Encryption & Credentials গিয়ে করতে পারবেন এই কাজ।

২। ডেভেলপার অপশন এবং USB Debugging বন্ধ করুন।

৩। Settings গিয়ে System গিয়ে Developer Options যান।

অপ্রয়োজনীয় রেডিয়ো অপশন বন্ধ করুন :

যেমন Bluetooth, Wi-Fi, NFC ব্যবহার না করলে বন্ধ রাখুন। Google Play Protect চালু রাখুন। Settings থেকে Security গিয়ে Google Play Protect অন রাখুন।

অ্যাপ পারমিশন রিভিউ করুন :

Settings গিয়ে Privacy থেকে Permission Manager-এ যান। অটো-আপডেট চালু করুন।

অপ্রয়োজনীয় অ্যাপ ডিলিট করে দিন। Settings গিয়ে Apps থেকে অপ্রয়োজনীয় অ্যাপ সরান।

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2