ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘হোস্টিং সামিট ২০২৬’
চতুর্থ শিল্প বিপ্লব এবং দেশের হোস্টিং ইন্ডাস্ট্রির সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে আগামী ৪ জানুয়ারি (রবিবার) অষ্টমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে 'হোস্টিং সামিট ২০২৬'।
প্রতিবছরের মতো এবারও দেশের ওয়েব হোস্টিং খাতের সার্বিক উন্নয়ন, সম্ভাবনা এবং বিভিন্ন চ্যালেঞ্জ ও তার সমাধান নিয়ে এই সামিট আয়োজন করা হচ্ছে। দেশের অন্যতম শীর্ষস্থানীয় হোস্টিং প্রতিষ্ঠান আলফা নেট-এর উদ্যোগে এবারের আয়োজনটি অনুষ্ঠিত হবে ঢাকার নিকুঞ্জ-২ এলাকায়।
সামিটে উপস্থিত থাকবেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (BCC), বিটিআরসি (BTRC), বিটিসিএল (BTCL), বেসিস (BASIS), ই-ক্যাব (e-CAB), SISPAB, BACCO, iSPAB এবং পুলিশের সাইবার নিরাপত্তা শাখার প্রতিনিধিরা।
এছাড়াও উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্র প্রবাসী প্রযুক্তিবিদ ও প্রযুক্তি উদ্যোক্তা আবু সুফিয়ান হায়দার।
বাংলাদেশের শীর্ষস্থানীয় ৩০টিরও বেশি হোস্টিং কোম্পানির প্রধান নির্বাহী ও প্রযুক্তি কর্মকর্তাগণ সামিটে অংশগ্রহণ করবেন।
সামিটের আহ্বায়ক মো. একরামুল হায়দার জানান, এবারের সামিটে অবকাঠামো উন্নয়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), সাইবার নিরাপত্তা, এবং কর্মশক্তি উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
তিনি আরও বলেন, “দেশের ওয়েব হোস্টিং কোম্পানিগুলোর বর্তমান অবস্থা, ভবিষ্যৎ সম্ভাবনা ও প্রতিবন্ধকতা নিয়ে গভীর আলোচনা হবে। পাশাপাশি দেশীয় ও আন্তর্জাতিক বাজারে হোস্টিং শিল্পের বিকাশে বাস্তবসম্মত কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে।”
সামিট সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন: সামিট সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন: www.hostingsummit.org
বিভি/টিটি




মন্তব্য করুন: