• NEWS PORTAL

  • বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

টানা ১০০ কিলোমিটার হেঁটে গিনেস বুকে নাম লেখলো রোবট

প্রকাশিত: ২২:৩৩, ২৪ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
টানা ১০০ কিলোমিটার হেঁটে গিনেস বুকে নাম লেখলো রোবট

চীনের মানবাকৃতির একটি রোবট তিন দিনে টানা ১০০ কিলোমিটার হেঁটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে। সাংহাই থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। 

১৬৯ সেন্টিমিটার (পাঁচ ফুট ছয় ইঞ্চি) উচ্চতার অ্যাজিবট এ২ গত ১০ নভেম্বর সন্ধ্যায় চীনের পূর্বাঞ্চলের সুঝো শহর থেকে যাত্রা শুরু করে। মহাসড়ক ও শহরের রাস্তা অতিক্রম করে এটি ১৩ নভেম্বর সাংহাইয়ের ঐতিহাসিক ওয়াটারফ্রন্ট বান্ড এলাকায় পৌঁছায় বলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস জানিয়েছে।

সাংহাই-ভিত্তিক রোবট নির্মাতা অ্যাজিবট জানিয়েছে, তাদের দুই পায়ে হাঁটা রোবটটি সবসময় ট্রাফিক নিয়ম মেনে বিভিন্ন ধরনের ভূ-পৃষ্ঠে চলাচল করেছে। এর একটানা ১০৬ দশমিক ২৮ কিলোমিটার (৬৬ মাইল) যাত্রা গত বৃহস্পতিবার প্রথমবারের মতো এ ধরনের কৃতিত্ব হিসেবে স্বীকৃত হয়েছে।

অ্যাজিবট প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, রূপালি-কালো এ২ রোবট সাইকেল আরোহী ও স্কুটারের পাশ দিয়ে রাস্তায় হাঁটছে। পরে গতি বাড়িয়ে সাংহাই স্কাইলাইনের সামনে বান্ড এলাকায় তাকে দেখা যায়।

বিশ্বের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো মানবাকৃতির কৃত্রিম বুদ্ধিমত্তায় বিপুল অর্থ বিনিয়োগ করছে। মরগান স্ট্যানলি পূর্বাভাস দিয়েছে, ২০৫০ সালের মধ্যে বিশ্বে ১ বিলিয়নেরও বেশি মানবাকৃতির রোবট থাকতে পারে।

বৈশ্বিক রোবোটিক্স শিল্পে নেতৃত্ব দিতে চীনা সরকার দেশীয় প্রতিষ্ঠানগুলোকে মানবাকৃতির রোবট তৈরিতে উৎসাহ দিচ্ছে।

বেইজিং গত আগস্টে বিশ্বের প্রথম মানবাকৃতির রোবট গেমস আয়োজন করে, যেখানে ৫ শতাধিক অ্যাথলেট বাস্কেটবল থেকে শুরু করে প্রতিযোগিতামূলক বিভিন্ন ইভেন্টে অংশ নেয়।

অ্যাজিবট জানিয়েছে, এ২ গ্রাহক সেবা খাতে কাজ করার জন্য ডিজাইন করা হয়েছে এবং এতে চ্যাট ফাংশন ও ঠোঁট নাড়ানোর সক্ষমতা রয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2