• NEWS PORTAL

  • বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫

পুরনো জিমেইল ঠিকানা পরিবর্তনের সুযোগ পাচ্ছেন ব্যবহারকারীরা 

প্রকাশিত: ১৭:৩৬, ৩০ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
পুরনো জিমেইল ঠিকানা পরিবর্তনের সুযোগ পাচ্ছেন ব্যবহারকারীরা 

ফাইল ছবি

আমাদের মধ্যে অনেকেই কৈশোরে জিমেইলে অ্যাকাউন্ট খুলেছি। সেই জিমেইল ঠিকানা আজও ব্যবহার করছি। নাম বা রুচি বদলালেও ঠিকানাটি রয়ে গেছে। এবার সেই ঝামেলা কমাতে নতুন সুবিধা আনছে গুগল। 

গুগল ধীরে ধীরে কিছু ব্যবহারকারীকে জিমেইল ঠিকানা পরিবর্তনের সুযোগ দিচ্ছে। সম্প্রতি গুগলের একটি সহায়তা পেজে বিষয়টি জানানো হয়েছে। পেজটি প্রথমে হিন্দি ভাষায় প্রকাশিত হয়। গুগল ট্রান্সলেশনের মাধ্যমে বিষয়টি জানা যায়।

এই সুবিধা পুরোপুরি ঠিকানা বদল নয়। মূলত একটি নতুন জিমেইল ঠিকানা যোগ করার ব্যবস্থা। পুরোনো ঠিকানাটি থাকবে অ্যালিয়াস হিসেবে। অর্থাৎ পুরোনো ঠিকানায় পাঠানো মেইলও ইনবক্সে আসবে।

নতুন ঠিকানাটিই হবে প্রধান ঠিকানা। তবে পুরোনো ঠিকানা দিয়েও লগইন করা যাবে। সব ইমেইল, ছবি ও ফাইল অক্ষত থাকবে। কোনো ডেটা হারানোর আশঙ্কা নেই।

তবে এই সুবিধার কিছু সীমাবদ্ধতা আছে। এক বছরে একবারের বেশি ঠিকানা বদলানো যাবে না। একটি অ্যাকাউন্টে সর্বোচ্চ তিনটি নতুন ঠিকানা তৈরি করা যাবে। এর বেশি হলে আর সুযোগ থাকবে না।

চাইলেই আবার পুরোনো ঠিকানায় ফিরে যাওয়া যাবে। সে ক্ষেত্রেও ডেটা অক্ষত থাকবে। গুগল জানিয়েছে, কিছু ক্ষেত্রে ক্রোমওএসে সেটিংস সমস্যায় পড়তে পারে। তাই পরিবর্তনের আগে ব্যাকআপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বিশেষ করে যারা ছোট বয়সে জিমেইল খুলেছিলেন, তাদের জন্য এটি বড় স্বস্তি। অনেকে তখন পছন্দের কার্টুন বা গেমের নামে ঠিকানা নিয়েছিলেন। পরে পেশাগত জীবনে তা বিব্রতকর হয়ে ওঠে। নাম পরিবর্তন করা ব্যবহারকারীরাও উপকৃত হবেন।

তবে এখনো সবার জন্য এই সুবিধা চালু হয়নি। ইংরেজি ভাষার সাপোর্ট পেজেও তথ্যটি দেখা যাচ্ছে না। দ্য ভার্জের প্রতিবেদনে বলা হয়েছে, ফিচারটি ধাপে ধাপে চালু হবে। এটি ধীরে ধীরে সব ব্যবহারকারীর কাছে পৌঁছাবে।

গুগল এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য দেয়নি। তবে ব্যবহারকারীদের আগ্রহ অনেক। বিশেষ করে দীর্ঘদিনের জিমেইল ব্যবহারকারীরা এই পরিবর্তনকে স্বাগত জানাচ্ছেন।

ডিজিটাল পরিচয় বদলানোর এই সুযোগ অনেকের জন্য সময়োপযোগী। তবে কবে নাগাদ সবাই এই সুবিধা পাবেন, তা এখনো স্পষ্ট নয়।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2