• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

কমছে আইফোন-১৩`র উৎপাদন; অ্যাপলের শেয়ারে ধস

প্রকাশিত: ১৪:৫৯, ১৩ অক্টোবর ২০২১

আপডেট: ১৬:২১, ১৩ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
কমছে আইফোন-১৩`র উৎপাদন; অ্যাপলের শেয়ারে ধস

করোনা’র কারণে গত বছর থেকেই চিপ সংকটে ভুগছে বিশ্ববাজার। এরই মাঝে চলতি বছর সেপ্টেম্বরে অ্যাপল নতুন আইফোন লঞ্চ করেছে। লক্ষ্য ছিলো চলতি বছরের শেষ নাগাদ অন্তত নয় কোটি ইউনিট আইফোন উৎপাদন করা হবে। কিন্তু বাধ সাধল চিপ সংকট। বৈশ্বিক ইলেকট্রনিক চিপ সংকটের জেরে আইফোন ১৩’র উৎপাদন প্রায় ১০ মিলিয়ন ইউনিট কম হতে পারে অ্যাপল-এর পক্ষ থেকে বলা হয়েছে। 

এমন খবর প্রকাশের পরই অ্যাপল-এর শেয়ার দর পড়ে গেছে এক দশমিক তিন শতাংশ। পাশাপাশি চিপ নির্মাতা প্রতিষ্ঠান ব্রডকম এবং টেক্সাস ইনস্ট্রুমেন্টসের শেয়ারও এক শতাংশ পড়েছে বলে জানিয়েছে বিবিসি। 

যদিও বিশ্লেষকরা বলছেন, ২০২২ সালের শুরুতে বৈশ্বিক এই চিপ সংকট কেটে যাবে। গত ১৪ সেপ্টেম্বর আইফোন ১৩ উন্মুক্ত করে অ্যাপল। মোট পাঁচটি রঙে (গোলাপি, নীল, কালো, লাল, স্টারলেট) এবারের ফোনগুলো ছাড়া হয়। 

 

বিভি/এসআই/এএন

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2