• NEWS PORTAL

  • বুধবার, ০২ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ডিসেম্বর থেকে দেশে পেপ্যাল চালু 

প্রকাশিত: ১৪:২৮, ২৬ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
ডিসেম্বর থেকে দেশে পেপ্যাল চালু 

ডিসেম্বর থেকে আন্তর্জাতিক পেমেন্ট পাঠানো এবং গ্রহণের মাধ্যম পেপ্যাল সেবা পাবে ফ্রিল্যান্সাররা। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। 

সম্প্রতি গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন কারখানা পরিদর্শনে গিয়ে একথা জানান তিনি। এসময় তার সংগে ছিলেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শাহ আলম সরোয়ার, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টার একান্ত সচিব জাহিদুল ইসলাম ভূঞাসহ আরও অনেকে। 

এর মাধ্যমে ফ্রিল্যান্সারদের আন্তর্জাতিক বিভিন্ন ক্লায়েন্টের কাজের বিপরীতে ডলার পাঠানো বা গ্রহণ অনেক সহজ হবে।

পেপ্যাল হলো এমন একটি অনলাইন ওয়েবসাইট, যা ব্যবহার করে সহজেই পেমেন্ট গ্রহণ বা পেমেন্ট পাঠানো যায়। এছাড়াও এর মাধ্যমে bank account থেকে PayPal-এর মাধ্যমে যেকোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানির কাছে অনলাইনে টাকা পাঠানো যায়। 

 বিভি/এসআই/এএন

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2