• NEWS PORTAL

  • বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

ফ্রি ফায়ার গেম বন্ধের রিটে ‘গ্যারিনা’র পক্ষভুক্তির আবেদন খারিজ

প্রকাশিত: ১৬:৩১, ২৬ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
ফ্রি ফায়ার গেম বন্ধের রিটে ‘গ্যারিনা’র পক্ষভুক্তির আবেদন খারিজ

অনলাইন প্লাটফর্ম থেকে পাবজি, ফ্রি ফায়ারসহ কম্পিউটার ও মোবাইল গেমস বন্ধের রিটে পক্ষভুক্ত হতে সিঙ্গাপুরের গ্যারিনা অনলাইন প্রাইভেট লিমিটেডের আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। 

মঙ্গলবার (২৬ অক্টোবর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার বেঞ্চ এই আদেশ দেন। 

এর আগে ৩১ আগস্ট অনলাইন প্লাটফর্ম থেকে পাবজি, ফ্রি ফায়ার গেম বন্ধের রিটে পক্ষভুক্ত হতে আবেদন করে ফ্রি ফায়ারের প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্যারিনা।

আবেদনে বলা হয়, ফ্রি ফায়ার গেমসের অসংখ্য প্লেয়ার বাংলাদেশে রয়েছে। আদালতের আদেশে ফ্রি ফায়ার গেমসের লিংক ব্লক করে দেওয়ার কারণে গ্যারিনা অনলাইন প্রাইভেট লিমিটেড ব্যবসায়িকভাবে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই এই রিট মামলায় গ্যারিনা অনলাইন প্রাইভেট লিমিটেড পক্ষভুক্ত হতে চায়। 

আদালতে গ্যারিনা অনলাইন প্রাইভেট লিমিটেডের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জুনায়েদ আহমেদ চৌধুরী ও ব্যারিস্টার তানভীর কাদের। রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব। 

বিভি/এসডি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2