• NEWS PORTAL

  • রবিবার, ০৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

আইফোন-১৩ আনছে গ্যাজেট অ্যান্ড গিয়ার

প্রকাশিত: ১৬:৪০, ২৬ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
আইফোন-১৩ আনছে গ্যাজেট অ্যান্ড গিয়ার

আইফোন প্রেমীর জন্য আনন্দের সংবাদেই বটে। আইফোন-১৩ কিনতে প্রি-বুকিং করা যাচ্ছে গ্যাজেট অ্যান্ড গিয়ারে। অফিসিয়ালি আইফোন-১৩ মিনি, আইফোন-১৩, আইফোন-১৩ প্রো ও আইফোন-১৩ প্রো ম্যাক্স প্রি-অর্ডার করা যাবে এখানে। ১২৮ থেকে শুরু করে ৫১২ গিগাবাইট মেমোরিসহ পাওয়া যাবে আইফোন-১৩’র এই মডেলগুলো।

জানা গেছে, আগামী ২৮ অক্টোবর আইফোন-১৩’র আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে গ্যাজেট অ্যান্ড গিয়ারের। সেই অনুযায়ী ২৯ তারিখ থেকে প্রি-বুকিং দেওয়া গ্রাহকদের ডেলিভারি শুরু করবে প্রতিষ্ঠানটি। 

প্রি-অর্ডারে থাকছে নানান সুবিধা এবং ক্যাশ ব্যাক অফার। শূন্য শতাংশ ইন্টারেস্টে ২৪ মাসের ইএমআই সুবিধা দেবে প্রতিষ্ঠানটি, রয়েছে এক বছরের অফিসিয়াল ওয়্যারেন্টি। এছাড়াও ব্যাংক ভেদে রয়েছে ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক, ১৬ হাজার পর্যন্ত রিওয়ার্ড পয়েন্ট এবং জিএন্ডজি গিফট, এক্সচেঞ্জ বা ট্রেড-ইন সুবিধা

বিভি/এসআই/এএন

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2