• NEWS PORTAL

  • সোমবার, ০৭ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

অচিরেই ফেসবুক-ইউটিউব নিয়ন্ত্রণ করবে সরকারঃ মোস্তাফা জব্বার

প্রকাশিত: ১৮:১৪, ২৭ অক্টোবর ২০২১

আপডেট: ১৯:০৪, ২৭ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
অচিরেই ফেসবুক-ইউটিউব নিয়ন্ত্রণ করবে সরকারঃ মোস্তাফা জব্বার

সামাজিক মাধ্যমে লাইভ ভিডিও বন্ধের প্রযুক্তিগত সক্ষমতা অর্জন করেছে বাংলাদেশ। অচিরেই ফেসবুক এবং ইউটিউব ও সরকারের নিয়ন্ত্রণের আওতায় আসবে বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।  

২৭ অক্টোবর, বুধবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে অংশ নিয়ে এই সব তথ্য জানান তিনি। 

আরও পড়ুন:
মাঝ-নদীতে ফেরিতে পানি উঠতে দেখে চেঁচামেচি শুরু করেন যাত্রীরা

৪৭ লাখ টাকাসহ ১৩ বছরের ছোট অটোচালকের সংগে পালালেন কোটিপতির বউ

মন্ত্রী বলেন, আমাদের এই সক্ষমতার কারণে যখনই প্রয়োজন হবে আমরা তখনই লাইভ বন্ধ করতে সক্ষম হবো। ফেসবুক এবং ইউটিউব কর্তৃপক্ষ বুঝতে পেরেছে, বাংলাদেশ তাদের বড় বাজার। আমাদের বিশ্বাস এসব মাধ্যম বাংলাদেশের কথা মতো কাজ করবে। 

কুমিল্লার ঘটনায় ৩০০ লিংকের বিরুদ্ধে রিপোর্টের পাশাপাশি  ৩৬৪টি লিংক বন্ধ করতে সক্ষম হয়েছে বলেও জানান মন্ত্রী। 

সংলাপে বিএসআরএফ সভাপতি তপন বিশ্বাস সভাপতিত্ব করেন। এই সময় সংগঠনে সাধারণ সম্পাদক মাসউদুল হক, প্রধান তথ্য কর্মকর্তা শাহেনুর মিয়া উপস্থিত ছিলেন।

 

বিভি/এসআই/রিসি 

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2