• NEWS PORTAL

  • বুধবার, ০৮ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বাংলাদেশে শুরু হলো উইন্ডোজ-১১`র আপগ্রেডেশন

প্রকাশিত: ১৫:৩০, ৮ নভেম্বর ২০২১

ফন্ট সাইজ
বাংলাদেশে শুরু হলো উইন্ডোজ-১১`র আপগ্রেডেশন

বাংলাদেশে উইন্ডোজ-১০ অপারেটিং সিস্টেম চালিত পিসিতে স্বয়ংক্রিয়ভাবে উইন্ডোজ ১১ আপগ্রেড শুরু হয়েছে বলে জানিয়েছে মাইক্রোসফট। 

মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ইউসুপ ফারুক গনমাধ্যমকে জানান, নতুন এই অপারেটিং সিস্টেম মানুষের কাজের দক্ষতাকে আরও প্রাণবন্ত ও বাড়িয়ে তুলবে। জানা গেছে, এখন থেকে নতুন পিসিতে উইন্ডোজ-১১ প্রি-ইন্সটল করা থাকবে। 

নতুন এই অপারেটিং সিস্টেমে স্টার্ট মেন্যু, টাস্কবার, শব্দ, ফন্ট আইকন ব্যবহারকারীকে চমৎকার অভিজ্ঞতা দেবে। এছাড়াও উইন্ডোজ-১১-এ রয়েছে বিস্তৃত রেঞ্জের কালার ও ব্রাইটনেস  যা এইচডিআর-সক্ষম ডিসপ্লের পিসিকে স্বয়ংক্রিয়ভাবে ১০০০ ডাইরেক্টএক্স ১১ ও ডাইরেক্টক্স ১২–এ আপগ্রেড করবে। গেমারদের সুবিধা দিতে রয়েছে অটো এইচডিআর চালু ও বন্ধের ব্যবস্থা।  

উইন্ডোজ-১১ সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট: www.microsoft.com/en-us/windows/windows-11

বিভি/এসআই/এএন

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2