• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ওয়েবসাইটে ডিজিটাল সিগনেচার ইন্টিগ্রেট করার এক্সটেনশন তৈরি করলো সার্ট

প্রকাশিত: ১৭:২৯, ৩ ডিসেম্বর ২০২১

আপডেট: ১৭:২৯, ৩ ডিসেম্বর ২০২১

ফন্ট সাইজ
ওয়েবসাইটে ডিজিটাল সিগনেচার ইন্টিগ্রেট করার এক্সটেনশন তৈরি করলো সার্ট

কোনো ওয়েবসাইটে ডিজিটাল স্বাক্ষর ইন্টিগ্রেট করা বিরাট টেকনিক্যাল চ্যালেঞ্জ। কারণ, ব্রাউজার কখনও স্মার্ট কার্ড/ইউএসবি টোকেন/ও এস কী স্টোরে  থাকা ব্যবহারকারীর (ক্রিপ্টোগ্রাফিক কী) Cryptographic key কে সরাসরি Access করতে পারে না। ফলে ব্রাউজার দিয়ে ডিজিটাল স্বাক্ষর করা সহজ হয় না। 

এই সমস্যা সমাধানের পথ বাতলে দিয়েছে বিজিডি ই-গভ সার্ট। সার্টের বিসিসি-সিএ টিম একটি ব্রাউজার এক্সটেনশন তৈরি করেছে; যার মাধ্যমে স্বল্প পরিমাণ কোডিংয়ের মাধ্যমে ওয়েবসাইটে ডিজিটাল সিগনেচার ইন্টিগ্রেট করা সম্ভব। 

ন্যাশনাল সার্টের চীফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার (সিআইএসও) তৌহিদুর রহমান বাংলাভিশন ডিজিটালকে বলেন, ওয়েবসাইটে ডিজিটাল স্বাক্ষর ইন্টিগ্রেট করা সহজ করতেই আমাদের এই ব্রাউজার এক্সটেনশন তৈরি করা। যার মাধ্যমে ওপেন ডিজিটাল সিগনেচার এক্সটেনশনটি গুগল ক্রোম ব্রাউজারে অ্যাড করে কোনো ওয়েবসাইটে থাকা যে কোনো ডিজিটাল ডকুমেন্টকে ডিজিটালি সাইন করা সম্ভব।

এই ব্রাউজার এক্সটেনশনটি Google Chrome এর ওয়েব স্টোরে পাবলিশ করা হয়েছে বলেও জানান তিনি। 

Chrome extension-এর লিঙ্ক  
https://chrome.google.com/webstore/detail/open-digital-signer-app/bjomgmkahhkfmfilpeceeahjeeaiedkj 

এছাড়াও Chrome extension কে দিয়ে ডিজিটাল স্বাক্ষর টেস্ট করার জন্য একটি ডেমো ওয়েবসাইটও তৈরি করেছে সার্ট। যে কেউ প্রয়োজনীয় নির্দেশনা মেনে সাইটটি পরীক্ষা করে দেখতে পারেন। ডেমো ওয়েবসাইটের ঠিকানা: https://opensigner.bcc-ca.gov.bd/

বিভি/এসআই/এসডি

মন্তব্য করুন: