• NEWS PORTAL

  • রবিবার, ০৫ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ইলন মাস্ক কি শ্রীলঙ্কা কিনবেন?  

প্রকাশিত: ১৮:১৮, ১৬ এপ্রিল ২০২২

আপডেট: ১৮:৫৯, ১৬ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
ইলন মাস্ক কি শ্রীলঙ্কা কিনবেন?  

টুইটার কিনতে ইলন মাস্ক ৪ হাজার ৩০০ কোটি ডলারের প্রস্তাব দিয়েছেন। এই প্রস্তাব নিয়ে টুইটার হ্যান্ডেলে চলছে নানান আলোচনা-সমালোচনা। আবার কেউ খুঁজছেন আইনী ফাঁকফোকর। 
এরই মধ্যে নতুন আরো একটি বিষয় টুইটারে ঘুরপাক খাচ্ছে। ইলন মাস্ককে শ্রীলঙ্কা কিনে নিতে প্রস্তাব দিচ্ছেন অনেকেই, হোক সেটা মজার ছলে কিংবা সত্যিই। 

কেউ বলছেন, মাস্ক চাইলে একাই শ্রীলঙ্কার সব ঋণ শোধ করে দিতে পারেন। এটা হতে পারে তার জীবনে সবচেয়ে বড় চ্যারিটি। যা কিনা টুইটারের পুরো মালিকানা কিনে নেওয়ার প্রস্তাবের চেয়ে নাকি অনেক উত্তম পদক্ষেপ হবে। 


ভারতের শীর্ষ ই-কমার্স স্ন্যাপডিল এর সিইও কুনাল বাহল টুইটার বার্তায় ইলন মাস্ককে উদ্দেশ্য করে লিখেছেন, ইলন মাস্ক ৪ হাজার ৩০০ কোটি ডলারে টুইটার কিনতে চান, অথচ শ্রীলঙ্কার ঋণ ৪ হাজার ৫০০ কোটি ডলার। তিনি দেশটি কিনে নিয়ে নিজেকে ‘সিলন মাস্ক’ বলতে পারেন। 
জাহিদ নামে কলম্বিয়ান টুইটারে লিখেছেন, “টুইটারের পরিবর্তে শ্রীলঙ্কা কিনলেই তো পারেন, আমাদের তেতাল্লিক বিলিয়ন হলেই চলে”। 

বিষয়টি নিয়ে সমালোচনাও করেছেন অনেকে। নেটিজেনরা বলছেন, মাস্কের টুইটার কেনার প্রস্তাবে যে পরিমান অর্থ বিনিময়ের কথা বলা হয়েছে, তা দিয়ে গোটা একটা দেশ কেনা সম্ভব। বিষয়টি কোন দিকে ইঙ্গিত করে, অর্থ কোন একজন ব্যাক্তির কাছে কেন্দ্রিভূত। 
সঞ্জয় টুইটার হ্যান্ডেলে লেখেন, একদিকে মাস্ক টুইটার কিনতে ৪ হাজার ৩০০ কোটি ডলারের প্রস্তাব দেন,অন্যদিকে, ৪ হাজার ৫০০ কোটি ডলার ঋণ মেটাতে হিমশিম খাচ্ছে শ্রীলঙ্কা, সমস্যাটি আসলে পৃথীবির মৌলিক।

(১৪ এপ্রিল) বৃহসপতিবার টুইটার কেনার প্রস্তাব দেন বিলিওনারি ইলন মাস্ক। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, টুইটারের প্রতিটি শেয়ার ৫৪ দশমিক ২০ ডলারে কেনার প্রস্তাব গত ১ এপ্রিলের সামাজিক মাধ্যমের শেয়ারদরের তুলনায় অন্তত ৩৮ শতাংশ বেশি।
স্বাধীনতার পর এই প্রথমবার চরম অর্থ সংকটে পড়েছে শ্রীলঙ্কা। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে প্রায় দুই-তৃতীয়াংশ, জুলাই মাসেই রয়েছে ১০০ কোটি ডলারের আন্তর্জাতিক বন্ডের কিস্তি। নিত্যপণ্যের ব্যয়ভার মেটাতে না পারায় আকাশ চুম্বী নিত্যপণ্যের দাম। অর্থাভাবে বৈদেশিক ঋনের কিস্তি প্রদান বন্ধ রেখেছে দেশটি। 

দ্যা ফিনেন্সিয়াল এক্সপ্রেস এর প্রতিবেদনে বলা হয়েছে, চার এপ্রিল টুইটারের নয় দশমিক দুই শতাংম শেয়ার কেনার মাধ্যমে টুইটারের সবচেয়ে বড় শেয়ার হোল্ডার এখন ইলন মাস্ক, এখন তিনি পুরো টুইটারকে কিনতে চান। 
মাস্ক বলেন, টুইটার বোর্ড যদি আমার প্রস্তাব না মেনে নেয় তবে আমার শেয়ারহোল্ডারের বিষয়টি পুর্নবিবেচনা করতে হবে।  
 

বিভি/ এসআই

মন্তব্য করুন: