• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪

বিশ্বকাপ ফুটবলে অপরাধী ড্রোনকে জালে আটকাবে ড্রোনহান্টার

প্রকাশিত: ১৪:৫১, ২৪ জুলাই ২০২২

ফন্ট সাইজ
বিশ্বকাপ ফুটবলে অপরাধী ড্রোনকে জালে আটকাবে ড্রোনহান্টার

সময় যত ঘনিয়ে আসছে ততই বিশ্বব্যাপী বিশ্বকাপ ফুটবল উত্তেজনা বাড়ছে। ফুটবল প্রেমিরা মুখিয়ে আছে তাদের কাঙ্খিত দল কিংবা প্লেয়ারের খেলা খেলতে। চলতি বছর নভেম্বর কাতারে অনুষ্ঠিত হবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত বিশ্বকাপ ফুটবল। খেলাকে নির্বিঘ্ন করতে নেয়া হয়েছে সবশেষ প্রযুক্তিক নিরাপত্তা। 

জানা গেছে, খেলা চলাকালীন নিরাপত্তায় মানুষের পাশাপাশি ড্রোনও দায়িত্ব পালন করবে। অনুমতি ছাড়া ড্রোন নিয়ে প্রবেশের চেষ্টা করলেই জাল ছুড়ে ড্রোনগুলোকে বন্দি করবে ‘ড্রোনহান্টার’ নামে দায়িত্বরত ড্রোন।
 বিবিসির প্রতিবেদন বলছে, ‘ফোর্টেম টেকনোলজিস’ নামের একটি প্রতিষ্ঠানের সাথে এ সংক্রান্ত একটি চুক্তি করেছে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

ফোর্টেম বলছে, জনবহুল এলাকায় বহিরাগত ড্রোন নিরাপদে আটক করার পূর্ণ সক্ষমতা আছে ড্রোনহান্টারের। ড্রোনহান্টার বহিরাগত ড্রোনের দিকে জাল ছুড়ে দিয়ে আটক করে। তবে, আটক হওয়া ড্রোনগুলো মাটিতে আছড়ে পড়ে না, বরং ড্রোনহান্টার জালে বাধা রশি ধরে ড্রোনগুলোকে পূর্বনির্ধারিত কোনো স্থানে নিয়ে যায়।
কোম্পানিটি বলছে, বড় ড্রোনের ক্ষেত্রেও একই আচরন করবে ড্রোনহান্টার। পতনের গতি কমিয়ে আনতে জালের সঙ্গে বাঁধা থাকবে আলাদা প্যারাসুট।

ফোর্টেমের সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী টিমথি বিন বিবিসিকে বলেন, ডান্টার ড্রনগুলো ভেনুর বিভিন্ন জায়গায় ছোট ছোট রাডারে বসানো থাকবে এতে আকাশের পরিষ্কার ছবি বিশ্লেষণ করে টার্গেট চিহ্নিত করবে ডান্টার। 
এরকম প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে গ্রেটেস্ট শো অন আর্থকে অনেকটাই নিরাপদ রাখা সম্ভব হবে বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা।  


 

বিভি/এসআই

মন্তব্য করুন: