• NEWS PORTAL

  • শনিবার, ০২ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

চীনা রকেটের ধ্বংসাবশেষ পৃথিবীতে পড়া নিয়ে উদ্বেগ

প্রকাশিত: ১২:৩৬, ৩০ জুলাই ২০২২

ফন্ট সাইজ
চীনা রকেটের ধ্বংসাবশেষ পৃথিবীতে পড়া নিয়ে উদ্বেগ

অনিয়ন্ত্রিত চীনা একটি রকেটের পৃথিবীতে আঁছড়ে পড়া নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, রকেটটি শনি-রবিবার এর মধ্যে ‍পৃথীবির নেমে এসে ধ্বংস হবে। বিশেষজ্ঞরা বলছেন, রকেটটির যদিও জনবহুল এলাকায় পড়ার সম্ভাবনা খুবই কম তারপরও মহাকাশ বর্জ্য ব্যবস্থা নিয়ে চিন্তার সময় এসেছে। 

আর্ন্তজাতিক নিয়ম অনুযায়ী, কোন রকেট পাঠানোর সময় এমনভাবে নকশা করতে হয় যেন তা ফেরত আসার সময় পৃথীবির বায়ূমন্ডলে প্রবেশকরা মাত্রই ছোট টুকরা হয়ে যায়। 

চীনের নির্মাণাধীন তিয়ানগং মহাকাশ স্টেশনে যাওয়া সাম্প্রতিক রকেটগুলোতে পৃথিবীতে পড়ার সময় নিয়ন্ত্রণ করার ব্যবস্থা নেই। রকেটটি এখন পৃথিবীর চারপাশে একটি উপবৃত্তাকার কক্ষপথে রয়েছে যা  মাধ্যাকর্ষণের টানে ক্রমেই একটি অনিয়ন্ত্রিত পুনঃপ্রবেশের পথে এগোচ্ছে।  
ক্যালিফোর্নিয়াভিত্তিক অলাভজনক সংস্থা দ্য অ্যারোস্পেস করপোরেশনের মতে, রবিবার গ্রিনিচ মান সময় মধ্যরাতের পর (১৬ ঘণ্টা কমবেশি হতে পারে) এটি পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকবে।

অ্যারোস্পেস করপোরেশন বলছে, যুক্তরাষ্ট্র, আফ্রিকা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, ভারত এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় কোথাও পড়তে পারে। 

বিভি/এসআই

মন্তব্য করুন: