সব স্মার্টফোন, ল্যাপটপের জন্য আসছে একই চার্জার

ধরুন, আপনি এইচপি ব্র্যান্ডের একটি ল্যাপটপ ব্যবহার করেন, কিছুদিন সেটা পরিবর্তন করে আবার অন্য একটি ব্র্যান্ডের চার্জার ও কিনতে হবে।আবার ফোনের ক্ষেত্রেও একই সমস্যা। এক ব্র্যান্ডের ফোনের চার্জার দিয়ে অন্য ফোনে চার্জ দেওয়া যায় না।
বিষয়টি অবশ্যই ঝামেলা এবং বিরক্তিরকও বটে। এবার তিক্ত বিরক্ত এই অভিজ্ঞতার ইতি টানতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। সকল ফোনে একই ধরনের চার্জার তৈরি করতে হবে। মোবাইল নির্মাতা সংস্থাগুলোকে ২০২৪ সালের মধ্যে এ নিয়ম মানতে কার্যকর করতে বলা হয়েছে।
মঙ্গলবার (৫ অক্টোবর) ইইউ সংসদে আনা এই প্রস্তাব ভোটাভুটির মাধ্যমে পাস হয়। ফলে মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে তাদের চার্জারে পরিবর্তন আনতে হবে।
বলা হচ্ছে, নতুন ফোন কেনার পর ব্যবহারকারীরা যেন আগের ফোনের চার্জার ফের ব্যবহার করতে পারেন সেটা নিশ্চিত করতেই এই নির্দেশনা আসতে যাচ্ছে। ইইউ এর নির্দেশনা ফোন, ল্যাপটপ ছাড়াও ১৩ রকম যন্ত্রের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
বর্তমানে আন্ড্রয়েড ফোনে যে ‘ইউএসবি-টাইপ সি’ চার্জার ব্যবহৃত হয়, পাস হওয়া প্রস্তাব অনুযায়ী সব ফোনের জন্যই সেই চার্জার ব্যবহার করতে হবে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত ২৭টি দেশে।
বিভি/এসআই
মন্তব্য করুন: