• NEWS PORTAL

  • বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

জেনে নিন সপ্তাহের সবচেয়ে খারাপ দিন কোনটি?

প্রকাশিত: ২০:৩৩, ১৮ অক্টোবর ২০২২

ফন্ট সাইজ
জেনে নিন সপ্তাহের সবচেয়ে খারাপ দিন কোনটি?

আপনি কি জানেন, সপ্তাহের কোন দিন খুব বেশি খারাপ। হয়ত এত দিন কোন স্বীকৃত কোন দলিল ছিল । কিন্তু সপ্তাহের একটি দিনকে এবার খারাপ বলে স্বীকৃত করলো গিনেস কর্তৃপক্ষ। 

গিনেস কর্তৃপক্ষ (১৭ অক্টোবর) এক টুইট বার্তায় জানায়, ‘আমরা সোমবারকে আনুষ্ঠানিকভাবে সপ্তাহের সবচেয়ে বাজে দিন হিসেবে ঘোষণা করছি।’

এর কারন হিসাবে তারা বলছে, পশ্চিমা বিশ্বে রবিবার ছুটির পর সোমবার কাজের বোঝা নিয়ে অফিসে হাজির হতে হয়। এছাড়া রয়েছে বসের ঝাড়ি, টার্গেট পূরণের মতো বিষয়ও। 

দিনটি আসলেই তাই হৃদস্পন্দন বেড়ে যায় অনেকের। শুধু অফিসওয়ালাই নয়, শিক্ষার্থী থেকে ব্যবসায়ী বেশিরভাগ মানুষের কাছেও সোমবার একই রকমভাবে তিক্ত।

সেই সোমবারকেই এবার সপ্তাহের সব থেকে খারাপ দিন হিসেবে রেকর্ড করার জন্য সার্টিফিকেট দিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। তবে তাদের এই ঘোষনার পরই সামাজিক মাধ্যমে এর পক্ষে-বিপক্ষে শুরু হয়েছে নানান আলোচনা-সমালোচনা।

বিভি/এসআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2