• NEWS PORTAL

  • বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

নতুন বিয়ের পর নারীরা গুগলে কি সার্চ করেন

প্রকাশিত: ১৫:১০, ৮ জানুয়ারি ২০২৩

আপডেট: ১৬:৪১, ৮ জানুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
নতুন বিয়ের পর নারীরা গুগলে কি সার্চ করেন

বিয়ের পর নারীরা কোন কোন জিনিসগুলো গুগলে বেশি সার্চ করেন। এমন সব সার্চের বিষয়গুলো জানালো গুগল। মেয়েদের সার্চের এই তালিকায় রান্নাররেসিপিসহ মহাকাশেরও নানান বিষয়াদি রয়েছে। বিয়ের পর নারীরা কোন বিষয়গুলো নিয়ে সার্চ করে তা জানাল গুগল।

আরও পড়ুন: 

 

•    নিজেকে আকর্ষনীয় করার উপায়: 
গুগল বলছে, বিয়ের পর নারীরা নিজেকে কিভাবে স্বামীর কাছে আকর্ষণীয় করা যায় সে বিষয়ে বেশি সার্চ করেন। 

•    কিভাবে স্বামীর মন জয় করতে হয়:
বিয়ের পর কীভাবে স্বামীর মন জয় করা যায়। স্বামীর সঙ্গে কীভাবে মানিয়ে নেওয়া যায়, কীভাবে তাকে মুগ্ধ করা যায় এসব বিষয় বেশি সার্চ করেন বলে জানায় গুগল। 

•    স্বামীর পছন্দ-অপছন্দ:
বিয়ের পর নারীরা স্বামীর পছন্দ –অপছন্দ নিয়ে বেশি চিন্তায় থাকেন। তাই তারা এসব বিষয় জানতে গুগলের স্বরণাপন্ন হয়। 

•    শ্বশুর বাড়ির লোকজনের মন জয়:
কিভাবে শ্বশুর বাড়ির লোকজনের মন জয় করা যায় এটিও সদ্য বিবাহিত নারীর মাথা ব্যথার কারন হয়ে ওঠে। তাই এসব বিষয় জানতে কিংবা শাশুড়ির সেবা করা যায় কীভাবে। তাদের মন জয় করে মিলেমিশে থাকার উপায় খুঁজে সদ্য বিবাহিত নারীরা। 

•    পারিবারিক দায়িত্ব: 
সদ্য বিবাহিত নারীরা যখন নতুন একটি পরিবারে নিজের জীবন যাপন শুরু করেন, তখন স্বভাবতই নতুন একটি দায়িত্ব তাদের কাঁধে পড়ে যায়। এই ক্ষেত্রে গুগল বলছে, কিভাবে নতুন একটি পরিবার মেইনটেইন করতে হয় এসব বিষয় গুগলে সার্চ করেন নারীরা। 
আরও পড়ুন: 

বিভি/এসআই

মন্তব্য করুন: