• NEWS PORTAL

  • শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশের প্রথম নারী অর্থসচিব ফাতিমা ইয়াসমিন

বাংলাদেশের প্রথম নারী অর্থসচিব ফাতিমা ইয়াসমিন

দেশের ইতিহাসে প্রথম নারী হিসেবে অর্থসচিবের দায়িত্ব পেলেন ফাতিমা ইয়াসমিন। তিনি অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ছিলেন। বৃহস্পতিবার (১৬ জুন) অর্থসচিব হিসেবে নিয়োগ পাওয়ার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ফাতিমা ইয়াসমিন যে পদে দায়িত্ব পালন করার জন্য নিয়োগ পেলেন সেখানে ছিলেন আব্দুর রউফ তালুকদার। তাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ফাতিমা ইয়াসমিন ২০২০ সালের ২৩ ফেব্রুয়ারি অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব হিসেবে যোগদান করেন। তিনি ইআরডিরও প্রথম নারী সচিব ছিলেন। এছাড়া তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর (ইপিবি) ভাইস-চেয়ারম্যান এবং অর্থ মন্ত্রণালয়ের ইনস্টিটিউট অফ পাবলিক ফাইন্যান্সের (আইপিএফ) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ফাতিমা ইয়াসমিন ১৯৯১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। এরপর তিনি অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে উন্নয়ন অর্থনীতিতে স্নাতকোত্তর করেন। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের রাটগার্স ইউনিভার্সিটি থেকে মার্কিন পররাষ্ট্র দফতরের হুবার্ট এইচ. হামফ্রে পাবলিক পলিসি ফেলো ছিলেন, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জন এফ কেনেডি স্কুল অফ গভর্নমেন্ট থেকে লিডিং সাকসেসফুল প্রোগ্রামের এক্সিকিউটিভ প্রোগ্রাম সম্পন্ন করেছেন।

০৭:১৭ পিএম, ১৬ জুন ২০২২ বৃহস্পতিবার

বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতায় এখনো প্রতিবন্ধকতা: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতায় এখনো প্রতিবন্ধকতা: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

কঠোর আইনের মাধ্যমে বাংলাদেশে ২০২১ সালেও মত প্রকাশের স্বাধীনতা ব্যাপকভাবে খর্ব হয়েছে বলে জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। গতকাল সোমবার (২৮ মার্চ) অ্যামনেস্টির `দ্য স্টেট অফ দ্য ওয়ার্ল্ডস হিউম্যান রাইটস` শীর্ষক প্রতিবেদন এ তথ্য প্রকাশ করা হয়। প্রতিবেদনে অ্যামিনেস্টির উদ্বেগ এবং সরকার ও অন্যান্যদের জন্য সুপারিশও জানানো হয়। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে অ্যামনেস্টি জানায়, কর্তৃপক্ষ গুম, বেআইনি আটক, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে।

০৪:১৪ পিএম, ২৯ মার্চ ২০২২ মঙ্গলবার

Advertisement
Advertisement