• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

ফোনের চার্জার সুইচ বোর্ড থেকে না খুলে যেসব বিপদ ডেকে আনছেন!

প্রকাশিত: ২০:৪৮, ৮ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
ফোনের চার্জার সুইচ বোর্ড থেকে না খুলে যেসব বিপদ ডেকে আনছেন!

ফোনের হৃৎপিন্ড নামক ব্যাটারীকে চার্জ না করলে আপনি ফোন চালানোর কথা চিন্তাও করতে পারেন না। কারন চার্জ না থাকলে ফোন চলবে কি করে। ব্যাটারতে চার্জ করতে অনেক সময়ই আমরা চার্জারের কেবল সুইচ বোর্ড থেকে খুলে রাখি না। এটা যে কি রকম মারাত্বক ক্ষতি আনতে পারে তা আপনি কল্পনা করতে পারবেন না। 

অনেকেই বারবার ফোন চার্জ দেন। ব্যাটারি কিছুটা কমে গেলেই চার্জ দেন অনেকেই। এতে কিন্তু আপনার ফোনের ব্যাটারির আয়ু কমে যায়। বিশেষজ্ঞরা বলেন, আপনার ফোনের ব্যাটারির চার্জ ৪০ শতাংশের কম ও ৮০ শতাংশের বেশি হওয়া উচিৎ নয়। এই নিয়ম মানতে পারলে আপনার ফোনের ব্যাটারি ভাল থাকবে বহুদিন।

অনেকেই আরও একটি ভুল করেন। ফোন চার্জ থেকে খুলে ফেললেও সকেট লাগিয়ে রাখেন সুইচ বোর্ডে। এতে আপনারই ক্ষতি।এনার্জি সেভিং ট্রাস্ট জানাচ্ছে, যে কোনও ডিভাইস প্লাগড ইন থাকলেই ইলেকট্রিসিটি বিল বাড়বে। তাতে কোনও ডিভাইস কানেক্টেড থাকুক বা না থাকুক। অনেকে আবার একেক সময় একেক চার্জার দিয়ে ফোন চার্জ দেন। সেটাও কিন্তু ভুল।এতে অ্যাম্পিয়ারের কম বেশির কারনে ফোনের ক্ষতি হতে পারে। 

চার্জার তাড়াতাড়ি নষ্টের পাশাপাশি ইলেকট্রিক ফায়ারের সম্ভাবনা প্রবল বলছেন বিশেষজ্ঞরা। 
 

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2