ব্লুটিক না থাকলে টু-ফ্যাক্টর অথেনটিকেশন বাতিল
এতোদিন ফ্রি-তে ব্যবহার করতে পারলেও এবার ব্লুটিক ছাড়া টু ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবহার করা যাবে না। এর ফলে এক প্রকার টাকা ছাড়া মিলবে না টু ফ্যাক্টর অথেনটিকেশন সেবা। ব্লু টিক ধারীদের টুইট ও রিটুইট ব্যবহারকারীর পৌঁছানের ক্ষেত্রেও অগ্রাধিকার পাবে।
তারমানে টুইটারে ব্লু টিক ব্যবহার করতে হলে পেইড সাবস্ক্রাইবার হতে হবে। মাসে আট ডলারের বিনিময়ে কম্পিউটার ব্যবহারকারীরা নীল টিকের সুবিধা ব্যবহার করতে পারে, অন্যদিকে আইফোন ও অ্যান্ড্রয়েড ফোনে নীল টিক যোগ করতে খরচ হয় ১১ ডলার।
অ্যাকাউন্টের বাড়তি নিরাপত্তায় টু স্টেপ বা দুই স্তরের লগ-ইন পদ্ধতি ব্যবহার করা হয়। এ পদ্ধতিতে টুইটারে পাসওয়ার্ড লিখে লগ-ইন করার সময় ফোনে একটি কোড এসএমএসে পাঠানো হয়। কোডটি সঠিকভাবে লিখলেই কেবল টুইটারে লগ-ইন করা যায়। ফলে অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়।
বিভি/ এসআই
মন্তব্য করুন: