• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

চ্যাট-জিপিটিকে টেক্কা দিতে ‘বার্ড’ আনলো গুগল

প্রকাশিত: ১৩:৪৫, ২২ মার্চ ২০২৩

আপডেট: ১৩:৫১, ২২ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
চ্যাট-জিপিটিকে টেক্কা দিতে ‘বার্ড’ আনলো গুগল

প্রতীকী ছবি

বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত চ্যাট-জিপিটিকে টেক্কা দিতে ‘বার্ড’ আনলো গুগল। এটি কথোপকথনের একটি এআই পরিষেবা চ্যাটবট। গত মাসেই গুগল এই চ্যাটবট ‘বার্ড’ চালুর ঘোষণা দিয়েছিলো। কথোপকথনের জন্য ‘বার্ড’ নামক পরীক্ষামূলক এআই পরিষেবা চ্যাটবটটি আপাতত কিছু নির্দিষ্ট দেশের ব্যবহারকারীরা ব্যবহারের সুযোগ পাচ্ছেন।

মঙ্গলবার (২১ মার্চ) মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের ব্যবহারকারীদের জন্য পরীক্ষামূলকভাবে গুগল তাদের নতুন এআই ফিচারটি চালু করেছে। বিভিন্ন ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য ব্যবহার করে চ্যাট এর মাধ্যমে লিখিত প্রতিক্রিয়া জানানোর জন্য মূলত বার্ডকে ডিজাইন করা হয়েছে। গুগলের এই প্রযুক্তিকে বর্তমানের বহুল জনপ্রিয় চ্যাট-জিপিটির সাথে প্রতিযোগিতা করার মত টুলস হিসাবে দেখা হচ্ছে।

গুগলের পণ্য বিষয়ক প্রধান জ্যাক ক্রাউসিক বলেছেন, ‘আপনাদের কার্যকারিতা, ধারণা এবং কৌতূহলকে আরও বাড়িয়ে তুলতে বার্ড ব্যবহার করতে পারেন’

গুগলের পণ্য বিভাগের ভিপি সিসি সিয়াও এবং গবেষণার ভিপি এলি কলিন্স মঙ্গলবার ব্লগ পোস্টের মাধ্যমে বলেন, ‘আরও বেশি বই পড়ার লক্ষ্যে পৌঁছাতে, কোয়ান্টাম পদার্থবিদ্যাকে সহজ ভাষায় ব্যাখ্যা করতে বা একটি ব্লগ পোস্টের রূপরেখা দিয়ে আপনার সৃজনশীলতাকে উজ্জীবিত করতে আপনি বার্ডের টিপস নিতে পারেন।’

পোস্টে আরও বলা হয় ‘আমরা বার্ড তৈরি করতে গিয়ে এখন পর্যন্ত অনেক কিছু শিখেছি, একে উন্নত করার জন্য ব্যবহারকারীদের প্রতিক্রিয়ার প্রয়োজন।

বার্ড চালু করার আগে এর বিষয়ে গুগলের সিইও সুন্দর পিচাই বলেছিলেন, ‘গুগলের ল্যাংগুয়েজ মডেল ফর ডায়ালগ অ্যাপ্লিকেশন এর উপর ভিত্তি করে বার্ডকে প্রস্তুত করা হবে। এটি আমাদের বৃহৎ ভাষার মডেলগুলির শক্তি, বুদ্ধিমত্তা ও সৃজনশীলতার সাথে সাথে জ্ঞানের বিস্তৃতিকে একত্রিত করার চেষ্টা করবে।’ সূত্র: নিউ ইয়র্ক পোস্ট

বিভি/এমআর

মন্তব্য করুন: