• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

লক থাকা আইডির প্রোফাইল পিকচার দেখবেন যেভাবে

প্রকাশিত: ২৩:৫৩, ২২ মার্চ ২০২৩

আপডেট: ০৮:৩৩, ২৩ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
লক থাকা আইডির প্রোফাইল পিকচার দেখবেন যেভাবে

ফেসবুকে প্রোফাইল লক এখন হরহামেশা দেখা যায়। অনেকেই আবার ফ্রেন্ড রিকুয়েস্ট নিয়ে পড়েন বিড়ম্বনায়। কেননা ফেসবুকে ইদানীং আইডি লক করে রিকোয়েস্ট পাঠানো হয়। অনেকেই এতে বিব্রত বোধ করেন। প্রেরকের ছবি দেখতে পারেন না। আজ তার উপায় জানানো হচ্ছে।

আরও পড়ুন: 

 

আপনি চাইলেই যে রিকোয়েস্ট পাঠিয়েছে তার ছবি ফুল রেজুলেশনে দেখে নিতে পারেন। এজন্য যা করতে হবে...

সবার আগে যে আইডি থেকে রিকোয়েস্ট পাঠিয়েছে সে আইডিতে প্রবেশ করতে হবে। এরপর আইডির কর্নারে থ্রি ডট এ ক্লিক করতে হবে।

এরপর লিংকটি কপি করে মোবাইল ব্রাউজারে চলে যেতে হবে।মোবাইল দিয়ে সহজ হবে।  সেখানে লিংকটি পেস্ট করে দিতে হবে। এরপর আবার লিংকে ক্লিক করলে দেখতে পারবেন এম (M) লেখা আছে। এই এম এর সাথে বেসিক (basic) লেখাটি এড করে ক্লিক করুন ।

এরপর ছবির উপর ক্লিক করলে বা ভিউ ইমেজ দিলে সাথে সাথে আপনি সহজেই সেই আইডির ফুল ছবি।

আরও পড়ুন: 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2