• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বাজারে আসা মাত্রই বিক্রি শেষ ! প্রি-অর্ডারেও ঘাটতি যে স্মার্টফোন

প্রকাশিত: ১৭:৪৬, ২৪ মার্চ ২০২৩

আপডেট: ১৮:১২, ২৪ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
বাজারে আসা মাত্রই বিক্রি শেষ ! প্রি-অর্ডারেও ঘাটতি যে স্মার্টফোন

ছবি: টিভি৯ বাংলা

এই মুহূর্তে দেশের সবথেকে জনপ্রিয় ফোন কোনটি জানেন? আচ্ছা, কোন ফোনটাকে সবথেকে জনপ্রিয় বলবেন বলুন তো! নিশ্চয়ই যে ফোন সবথেকে বেশি পরিমাণে বিক্রি হচ্ছে। iQOO Z7 ফোনটি এই মুহূর্তে দেশে সবথেকে বেশি পরিমাণে বিক্রি হচ্ছে। 

iQOO Z7: দাম কত?

iQOO Z7 ফোনটি ভারতে মোট দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে নিয়ে আসে।  তাদের মধ্যে ফোনটির ৬জিবি+১২৮জিবি স্টোরেজ মডেলের দাম ১৮,৯৯৯ টাকা এবং ৮জিবি+১২৮জিবি স্টোরেজ স্পেসের নাম ১৯,৯৯০ টাকা। নরওয়ে ব্লু এবং প্যাসিফিক নাইট এই দুই কালার ভ্যারিয়েন্টে এই ফোন ক্রয় করতে পারবেন কাস্টমাররা। 

iQOO Z7: ফিচার ও স্পেসিফিকেশন

পারফরম্যান্সের জন্য iQOO Z7 ফোনে দেওয়া হয়েছে একটি মিডিয়াটেক ডাইমেনসিটি 920 5G প্রসেসর। এই সেগমেন্ট ও প্রাইস ক্যাটেগরির অন্যান্য ফোনগুলির তুলনায় এই ফোনটি সেরা হওয়ার অন্যতম কারণ হল চমৎকার এই প্রসেসর। এই খরচের মধ্যে একমাত্র iQOO Z7-এ মিডিয়াটেকের উন্নততম প্রসেসরটি দেওয়া হয়েছে। প্রসেসরটির AnTuTu স্কোর সবথেকে বেশি 485K।

অন্যান্য গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে এই ফোনে রয়েছে 64MP OIS আলট্রা-স্টেবল ক্যামেরা। আলট্রা গেম মোড দেওয়া হয়েছে। 44W ফ্ল্যাশচার্জ সাপোর্ট করে ফোনটি। রয়েছে AMOLED স্ক্রিন ও তার সঙ্গে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ডিসপ্লে ১৩০০ নিটস ব্রাইটনেস সাপোর্ট করছে। গ্রেটার নয়ডায় Vivo-র ফেসিলিটিতেই iQOO Z7 ফোনটি তৈরি করা হচ্ছে। 

২০,০০০ টাকা বাজেট সেগমেন্টে Amazon এবং iQOO ই-স্টোর থেকে ফোনটি ক্রয় করা যাবে। 
 

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2