• NEWS PORTAL

মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩

এবার হোয়াটসঅ্যাপে এডিট করা যাবে পাঠানো ম্যাসেজ

প্রকাশিত: ২৩:১৫, ২২ মে ২০২৩

ফন্ট সাইজ
এবার হোয়াটসঅ্যাপে এডিট করা যাবে পাঠানো ম্যাসেজ

প্রতীকী ছবি

সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপ নিয়ে আসছে একের পর এক নতুন ফিচার। সম্প্রতি একই অ্যাকাউন্ট কাজে লাগিয়ে চারটি ফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহারের ফিচার চালু করে। এবার পাঠানো মেসেজ এডিট করার সুযোগ দিয়ে আনছে নতুন ফিচার। 

মেসেজ লিখতে অনেকসময় ভুল হয়ে যায়। ভুলবশত বানান ভুলের কারণে বদলে যায় পুরো কথার অর্থ। সম্পর্কের বিচ্ছেদও ঘটে অনেকসময়। আবার জিদের বশে অনেকসময় এমন কিছু সেন্ড করা হয়ে যায় যেটি পরবর্তীতে ভুল বলে মনে হয়। কিন্তু তখন আর সেটি এডিট করার সুযোগ থাকে না। এবার সেসব সমস্যার সমাধান থাকছে হোয়াটসঅ্যাপের নতুন এই ফিচারে। 

উল্লেখ্য, কোনো ব্যবহারকারী ম্যাসেজ সেন্ড করার পরেও ১৫ মিনিট পর্যন্ত তার ম্যাসেজটি এডিট করতে পারবেন। মার্ক জাকারবার্গ নিজের ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

বিভি/এমআর

মন্তব্য করুন: