• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

ক্রিমিয়ার কাছে ইউক্রেনের ২০টি ড্রোন ভূপাতিত

প্রকাশিত: ১৫:১৭, ১২ আগস্ট ২০২৩

ফন্ট সাইজ
ক্রিমিয়ার কাছে ইউক্রেনের ২০টি ড্রোন ভূপাতিত

রাশিয়া ক্রিমিয়া উপদ্বীপের কাছে ইউক্রেনের মনুষ্যবিহীন ২০টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। শনিবার (১২ আগস্ট) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে বলেছে, আকাশ প্রতিরক্ষা পদ্ধতির মাধ্যমে ১৪টি এবং ইলেকট্রিনিক উপায়ে আরো ছয়টি ড্রোন ধ্বংস করা হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

এদিকে শুক্রবার মস্কোর কর্মকর্তারা রাজধানীমুখী একটি ড্রোন ধ্বংসের দাবি করেছে। সম্প্রতি মস্কোতে একাধিকবার ড্রোন হামলার চেষ্টা চালানো হয়েছে। এটি এ ধরনের সর্বশেষ প্রচেষ্টা।

ইউক্রেন জুলাই মাসে ক্রিমিয়ায় হামলা চালিয়ে গোলাবারুদের একটি ডিপো উড়িয়ে দিয়েছে। এছাড়া রাশিয়ার মূল ভূখন্ডের সাথে সংযোগকারী সেতুও এ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

সুত্র: বাসস 

বিভি/ এসআই

মন্তব্য করুন: