• NEWS PORTAL

  • বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

যে কারণে তেল রপ্তানি সাময়িক বন্ধ রাখলো রাশিয়া

প্রকাশিত: ১৯:১৯, ২৩ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ২০:৫৯, ২৩ সেপ্টেম্বর ২০২৩

ফন্ট সাইজ
যে কারণে তেল রপ্তানি সাময়িক বন্ধ রাখলো রাশিয়া

ক্রেমলিন বলছে, অভ্যন্তরীণ বাজারে তেলের দাম স্থিতিশীল করতেই ‘সাময়িক’রপ্তানি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের সই করা এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) এই নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে বৈশ্বিক জ্বালানি সংকট আরো তীব্র হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

তবে তবে বেলারুশ, কাজাখস্তান, আর্মেনিয়া ও কিরগিজস্তান এই চারদেশ এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে বলে জানা গেছে। ফলে অন্যান্য দেশগুলো রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি করতে পারছেনা। 

রাশিয়ার এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর করায় বৃহস্পতিবার বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি এক ডলার বেড়ে গিয়েছিল। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, বিশ্বে ডিজেল ও গ্যাসোলিনের বৃহত্তম এবং অপরিশোধিত তেলের অন্যতম প্রধান সরবরাহকারী রাশিয়া। ফলে ক্রেমলিনের এই নিষেধাজ্ঞায় বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা আরো বাড়বে।

শুক্রবার বিকেলে লন্ডনে অপরিশোধিত তেলের আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্টের দাম ০.৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৪ দশমিক ১৩ ডলারে লেনদেন হয়েছে। এ ছাড়া, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯০ দশমিক ৬২ ডলারে।
 

বিভি/ এসআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2