• NEWS PORTAL

  • শুক্রবার, ০১ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ক্যালিফোর্নিয়ায় নৌবাহিনীর এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত 

প্রকাশিত: ১৫:৩২, ৩১ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
ক্যালিফোর্নিয়ায় নৌবাহিনীর এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত 

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নৌবাহিনীর একটি এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। লেমুর নেভাল এয়ার স্টেশনের কাছে বিমানটি ভেঙে পড়ার আগে পাইলট নিরাপদে ইজেক্ট করতে সক্ষম হন বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন।

বুধবার (৩০ জুলাই) এক আনুষ্ঠানিক বিবৃতিতে নেভাল এয়ার স্টেশন লেমুর জানায়, পাইলট সফলভাবে বিমানের নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে আসেন এবং নিরাপদেই আছেন। দুর্ঘটনায় অন্য কোনো ব্যক্তি আহত হননি বলেও নিশ্চিত করে নৌবাহিনী।

সিএনএন-এর সহযোগী কেএফএসএন-এর ভিডিওতে দেখা গেছে,  মধ্য ক্যালিফোর্নিয়ার ফ্রেসনো শহর থেকে প্রায় ৪০ মাইল (৬৪ কিলোমিটার) দক্ষিণ-পশ্চিমে বিমান স্টেশনের কাছে সমতল, খোলা কৃষিজমিতে দুর্ঘটনাস্থল থেকে আগুন এবং ঘন কালো ধোঁয়া উড়ছে।

ফ্রেসনো কাউন্টি শেরিফের অফিসের এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় একটি ইএমএস ক্রু পাইলটকে সাহায্য করার জন্য ঘটনাস্থলে উপস্থিত ছিল এবং ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিসও দ্রুত সাড়া দেয়। 

প্রতিবেদনে আরও বলা হয়েছে,  বিমানটি স্ট্রাইক ফাইটার স্কোয়াড্রন ভিএফ-১২৫-কে দেওয়া হয়েছিল, যা ‘রাফ রেইডার্স’ নামে পরিচিত।  নৌবাহিনী জানিয়েছে, ভিএফ-১২৫ হল একটি ফ্লিট রিপ্লেসমেন্ট স্কোয়াড্রন, যা পাইলট এবং বিমান ক্রুদের প্রশিক্ষণ দেয়। 

বিধ্বস্ত বিমান এফ ৩৫সি, এফ-৩৫ লাইটেনিং ২-এর তিনটি ভ্যারিয়েন্টের মধ্যে একটি ছিল। এটি মার্কিন বিমানবাহী রণতরীতে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছিল।  দুর্ঘটনার শিকার বিমানটির দাম প্রায় ১০০ মিলিয়ন ডলার। 

এ নিয়ে চলতি বছরে যুক্তরাষ্ট্রে দুটি এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হলো। এর আগে জানুয়ারিতে আলাস্কার আইলসন বিমান ঘাঁটিতে প্রশিক্ষণ চলাকালে বিমান বাহিনীর একটি এফ-৩৫এ বিমান বিধ্বস্ত হয়। সে সময়ও পাইলটও নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।

সূত্র: সিএনএন  

বিভি/এসজি

মন্তব্য করুন: