• NEWS PORTAL

সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩

পাকিস্তানে ফিরছেন নওয়াজ শরিফ

প্রকাশিত: ২৩:০৬, ৩ অক্টোবর ২০২৩

ফন্ট সাইজ
পাকিস্তানে ফিরছেন নওয়াজ শরিফ

ছবি: নওয়াজ শরিফ

আগামী ২১ অক্টোবর দেশে ফিরছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও মুসলিম লীগ-এন (পিএমএল-এন) সুপ্রিমো নওয়াজ শরিফ।  লন্ডন থেকে পাকিস্তানে ফেরার বিমানের টিকিট বুক করেছেন তিনি। নওয়াজ শরিফ লন্ডন থেকে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরিকল্পনা করছেন। এরপর ২১ অক্টোবর তিনি লাহোরে যাবেন। 

প্রতিবেদনে বলা হয়েছে, নওয়াজ শরিফ ইতিহাদ এয়ারওয়েজের বিজনেস ক্লাসের টিকিট বুক করেছেন। ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি।

মঙ্গলবার (৩ অক্টোবর) লাহোরে এক সংবাদ সম্মেলেনে পিএমএল-এন নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ জানান, নওয়াজ শরিফ ফেরার পর মিনারে পাকিস্তানে সংবর্ধনার মাধ্যমে তাকে স্বাগত জানানো হবে। সেখানেই তিনি জাতির উদ্দেশে ভাষণ দেবেন। রানা সানাউল্লাহ বলেন, এখন পাকিস্তানের এমন অভিজ্ঞ নেতার প্রয়োজন যিনি দেশকে সংকট থেকে বের করে আনবেন। তাই মুসলিম লীগের (এন) অনুরোধে দলের নেতৃত্ব দিতে আসছেন নওয়াজ শরিফ। ২১ অক্টোবর তিনি দেশে ফিরবেন। 

লাহোর বিমানবন্দরে নামার পর গ্রেফতার এড়াতে আগাম জামিন চেয়ে আদালতে আবেদন করবেন নওয়াজ। এ সিদ্ধান্তটি পিএমএল-এনের আইনি দল নিয়েছে বলে জানা গেছে। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত নওয়াজ ২০১৯ সালে আদালতের অনুমতি নিয়ে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান। এরপর তিনি আর দেশে ফেরেননি।

এর আগে গত মাসে সাবেক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তার বড় ভাইয়ের স্বদেশ প্রত্যাবর্তনের তারিখ ঘোষণা করেছিলেন। ওই সময় তিনি বলেছিলেন, ‘নওয়াজ শরিফ ২১ অক্টোবর পাকিস্তানে পৌঁছাবেন।’ সূত্র: সামা টিভি

বিভি/এমআর

মন্তব্য করুন: