• NEWS PORTAL

  • শনিবার, ০২ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

সিরিয়ায় ড্রোন হামলায় নিহত ১০০

প্রকাশিত: ০০:০১, ৬ অক্টোবর ২০২৩

ফন্ট সাইজ
সিরিয়ায় ড্রোন হামলায় নিহত ১০০

ছবি: সংগৃহীত

এএফপির খবরে বলা হয়েছে, সিরিয়ার একটি মিলিটারি একাডেমিতে ড্রোন হামলায় ১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। বৃহস্পতিবার (০৫ অক্টোবর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। এতে আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছে।

ড্রোন হামলায় ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে ব্রিটেনভিত্তিক সিরীয় অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। নিহতদের প্রায় অর্ধেকই সামরিক গ্রাজুয়েট এবং ১৪ জন বেসামরিক নাগরিক।

জানা গেছে, এদিন মিলিটারি একাডেমির মিলনায়তনে সেনাসদস্যদের সনদ প্রদান অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে দেশটির সেনাবাহিনী ও কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কয়েকজন নেতৃস্থানীয় কর্মকর্তা সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।

একটি নিরাপত্তা সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী আলী মাহমুদ আব্বাস অনুষ্ঠান ছেড়ে যাওয়ার কয়েক মিনিট পরে সেখানে হামলা চালানো হয়।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বিদেশি সহায়তাপুষ্ট জঙ্গি সংগঠনগুলো বিস্ফোরক বোঝাই ড্রোন হামলা চালিয়েছে। তবে কোনো সংগঠন বা গোষ্ঠী তাৎক্ষণিকভাবে হামলার দায় স্বীকার করেনি। ২০১৭ সালে দেশের তৃতীয় বৃহত্তম শহর হোমসের নিয়ন্ত্রণ নিয়েছিল সিরীয় সরকার।
 

বিভি/ এসআই

মন্তব্য করুন: