• NEWS PORTAL

  • শনিবার, ০৪ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বন্দি ইসরায়েলিদের ছাড়তে শর্ত দিল হামাস

প্রকাশিত: ১৫:৪৯, ৮ অক্টোবর ২০২৩

ফন্ট সাইজ
বন্দি ইসরায়েলিদের ছাড়তে শর্ত দিল হামাস

বন্দি ইসরায়েলিদের ছাড়তে শর্ত দিয়েছে হামাস। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের রাজনৈতিক শাখার প্রধান সালেহ আল-আরোওরি বলেন, ফিলিস্তিনি বন্দিদের মুক্তির বিনিময়েই কেবল ইসরায়েলি বন্দিদের মুক্তি দেওয়া হবে।

শনিবার (৭ অক্টোবর) হঠাৎই ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। ‘অপারেশন আল-আকসা স্টর্ম’ শীর্ষক এই সামরিক অভিযানে বেশ কয়েকজন ঊর্ধ্বতন ইসরায়েলি সামরিক কর্মকর্তা ও সেনাকে আটক করেছে তারা। এ ছাড়া অর্ধশতাধিক বেসামরিক নাগরিককেও আটক করার দাবি করে হামাস।

সালেহ আল-আরোওরি জানান, এই অভিযানে কয়েকজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে, আটকও রয়েছে অনেকে। তেলআবিবের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে আরোওরি জানান, যুদ্ধ যত দীর্ঘ হবে ইসরায়েলি বন্দির সংখ্যা ততই বাড়তে থাকবে। এ সময় হামাসের হাতে ঊর্ধ্বতন ইসরায়েলি সেনা কর্মকর্তা আটকের খবর জানালেও তার সংখ্যা প্রকাশ করেননি তিনি।

রামাল্লাভিত্তিক বেসরকারি সংস্থা আদ্দামিরের হিসাব বলছে, ইসরায়েলের বিভিন্ন কারাগারে ৩৩ নারী ও ১৭০ কিশোরসহ প্রায় ৫ হাজার ২০০ ফিলিস্তিনি বন্দি রয়েছে। 
 

বিভি/ এসআই

মন্তব্য করুন: