• NEWS PORTAL

  • সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

হঠাৎই বেশ কিছু ফিলিস্তিনির ইনস্টাগ্রাম প্রোফাইলে ‘সন্ত্রাসী; শব্দ

প্রকাশিত: ১৭:৩৭, ২০ অক্টোবর ২০২৩

আপডেট: ১৭:৪৯, ২০ অক্টোবর ২০২৩

ফন্ট সাইজ
হঠাৎই বেশ কিছু ফিলিস্তিনির ইনস্টাগ্রাম প্রোফাইলে ‘সন্ত্রাসী; শব্দ

সুত্র: 404 মিডিয়া

হঠাৎই বেশ কিছু ফিলিস্তিনিদের ইন্সটাগ্রাম প্রোফাইলে ‘সন্ত্রাসী; শব্দ জুড়ে যায়। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ৪০৪ মিডিয়া এক প্রতিবেদনে সর্বপ্রথম এ তথ্য সামনে নিয়ে আসে। এ ঘটনায় আক্রান্ত ব্যবহারকারীদের প্রোফাইলে ইংরেজিতে ফিলিস্তিনি শব্দটির উল্লেখ আছে। বিষয়টি নজরে আসার পর ক্ষমা চেয়েছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ। 

ওয়াইটিকিংখান নামে এক টিকটক ব্যবহারকারী সমস্যাটি নিয়ে পোস্ট করে। তবু বিভিন্ন শব্দের সমন্বয়ের অনুবাদে ‘সন্ত্রাসী’ শব্দটি চলে আসে। এর নিচে একজন মন্তব্য করেন, এটা কি রসিকতা! আমি মানতে পারছি না, আমি হতবাক! ইসরাইল ও হামাসের যুদ্ধের শুরু থেকেই মেটা ফিলিস্তিনিদের পোস্ট সেন্সর করছে বলে অভিযোগ এসেছে। 

মেটার মুখপাত্র গার্ডিয়ানকে বলেন, ঘটনাটি নিয়ে ভিডিও প্রকাশের পর ইনস্টাগ্রাম এই সমস্যার সমাধান করেছে। এখন শব্দটি ইংরেজিতে ‘থ্যাংক গড’–এই বাক্যে অটো–ট্রান্সলেট হয়। অটো-ট্রান্সলেশনে (স্বয়ংক্রিয় অনুবাদ) ত্রুটির কারণে বেশ কিছু ফিলিস্তিনির প্রোফাইলে ‘সন্ত্রাসী’ শব্দজুড়ে যায়। তিনি বলেন, এ ঘটনার জন্য তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন। 
 

বিভি/ এসআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2