• NEWS PORTAL

  • রবিবার, ০৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

এবার হাসপাতাল অবরুদ্ধ করে ১২ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী

প্রকাশিত: ১৭:০১, ২০ নভেম্বর ২০২৩

ফন্ট সাইজ
এবার হাসপাতাল অবরুদ্ধ করে ১২ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী

ছবি: গাজায় ইন্দোনেশিয়ার হাসপাতাল

এবার গাজায় ইন্দোনেশিয়ার হাসপাতাল অবরুদ্ধ করে ১২ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। আল-শিফা হাসপাতালের মতো পরণতির শঙ্কায় ডাক্তার, রোগীসহ আশ্রিত শত শত মানুষ। ইসরায়েলের সাথে আরব দেশগুলোর সম্পর্ক ছিন্নের আহ্বান পুনর্ব্যক্ত করেছে ইরান। আর লোহিত সাগরে হুতিদের জব্দ করা জাহাজের মালিকানা অস্বীকার করেছে ইসরায়েল।

৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ১৩ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যার পরও ৪৫ দিন ধরে বর্বর হামলা জারি রেখেছে ইসরায়েলি বাহিনী। ইউরো-মেডিটারেনিয়ান হিউম্যান রাইটস মনিটরের আশঙ্কা, এই সংখ্যা ২০ হাজারের বেশি হতে পারে। সোমবার (২০ নভেম্বর) সকালে উত্তর গাজায় ইন্দোনেশিয়ার হাসপাতাল ঘিরে হামলা চালিয়ে ট্যাংক নিয়ে অবরুদ্ধ করে ইসরায়েলি সেনারা। এমন অবস্থায় গাজার আল-শিফা হাসপাতালে নজিরবিহীন বর্বরতার যৌক্তিকতা তুলে ধরতে নতুন গল্প সামনে এনেছে ইসরায়েল। একটি ভিডিও প্রকাশ করে তাদের দাবি, জিম্মিদের কয়েকজনকে হাসপাতালটিতে নিয়েছিলো হামাস। এমনকি সেখানে হত্যা করা হয়েছে ইসরায়েলের এক সেনাকে। হাসপাতাল চত্বরে হামাসের সুড়ঙ্গ পাওয়া গেছে। হামাসের সংবাদ সম্মেলনে তথ্যগুলো নাকচ করেছে হামাস।

এছাড়া হামাস ধন্যবাদ জানিয়েছে লোহিত সাগরে ইসরায়েলের জাহাজ জব্দকারী ইয়েমেনের হুতিদের। জাহাজের মালিকানা এমনকি ২৫ ক্রু নিজেদের নয় বলেছে ইসরায়েল। 'গ্যালাক্সি লিডার' নামের জাহাজটির নথিপত্রে এর মালিকানা ইসরায়েলি এক প্রতিষ্ঠানের। রবিবার বিকালে জব্দ করা জাহাজটি তুরস্ক থেকে ভারতে যাচ্ছিলো।

এদিকে, স্বল্প সময়ের জন্য হলেও ইসরায়েলের সাথে রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করতে আরব দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তেহরানের ওই অনুষ্ঠান থেকেই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ফাতাহ-টু উদ্ভাবনের ঘোষণা এসেছে। সূত্র: 

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2