• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ইউক্রেনকে আবারও সুসংবাদ দিলেন ম্যাক্রোঁ

প্রকাশিত: ১৪:১৯, ২৪ ফেব্রুয়ারি ২০২৪

ফন্ট সাইজ
ইউক্রেনকে আবারও সুসংবাদ দিলেন ম্যাক্রোঁ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনের যুদ্ধ নিয়ে ‘ইউরোপীয়দের কোনো ক্লান্তির উপর ভরসা না করার’ ব্যাপারে সতর্ক করে প্রতিশ্রুতি দিয়েছেন কিয়েভের প্রতি ফ্রান্সের সমর্থন ‘অটল থাকবে’ বলে ইউক্রেনকে সুসংবাদ দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। 

শনিবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে রাশিয়ার আগ্রাসনের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে এক্স-এ এক বার্তায় তিনি এসব কথা লিখেছেন।

এসময় ম্যাক্রোঁ লেখেন, ইউক্রেন বিধ্বস্ত এবং ক্ষতবিক্ষত কিন্তু এখনও দাঁড়িয়ে আছে। ইউক্রেন নিজের জন্য, তার আদর্শের জন্য, আমাদের ইউরোপের জন্য লড়াই করছে। ইউক্রেনের পক্ষে আমাদের প্রতিশ্রুতির ‘পরিবর্তন হবে না’।

ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় থেকে একটি পৃথক বিবৃতিতে বলা হয়, ‘প্রেসিডেন্ট পুতিনের রাশিয়া যেন ইউরোপীয়দের কোন ক্লান্তির উপর নির্ভর না করে।’

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2