• NEWS PORTAL

  • শনিবার, ১০ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ভারত-পাকিস্তান যুদ্ধ থামাতে মধ্যস্থতার চেষ্টা করছে উপসাগরীয় দেশগুলো

প্রকাশিত: ১৯:৩৫, ৯ মে ২০২৫

আপডেট: ১৯:৩৬, ৯ মে ২০২৫

ফন্ট সাইজ
ভারত-পাকিস্তান যুদ্ধ থামাতে মধ্যস্থতার চেষ্টা করছে উপসাগরীয় দেশগুলো

ছবি: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ

টানটান উত্তেজনার মধ্যেই দুই প্রতিবেশি ভারত-পাকিস্তান আবার পাল্টাপাল্টি হামলার দাবি করলেও ক্ষয়ক্ষতির তথ্য স্বীকার করেনি কেউই। উত্তেজক পরিস্থিতিতে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, স্থিতিশীলতা ফেরাতে মধ্যস্থতা প্রক্রিয়া শুরু করেছে উপসাগরীয় দেশগুলো।

বৃহস্পতিবার (৮ মে) জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় টানা ১৫তম দিনের মতো গোলাগুলি করেছে দুই দেশের সীমান্তরক্ষীরা। ভারতের অন্তত ৫০ সেনা হত্যার গুঞ্জন ছড়ালেও শতভাগ নিশ্চিত করেনি কোনো পক্ষ। এদিন রাতে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে। ব্ল্যাকআউট হয়ে যায় ভারতের কুপওয়ারা, পাঠানকোট, গুরুদাসপুরসহ একাধিক শহর। ভারতের তরফ থেকে শত্রু রাষ্ট্র থেকে ছোঁড়া মিসাইল ভূপাতিতের দাবি করা হলেও অস্বীকার করেছে পাকিস্তান।

এছাড়া পাকিস্তানের একটি এফ-সিক্সটিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবিও অস্বীকার করে বলা হয়েছে, এমন বিমান হাতে থাকলেও ব্যবহারের অনুমতি দেয়নি যুক্তরাষ্ট্র। এমন অবস্থায় পাল্টাপাল্টি হামলা বন্ধে বিশ্ব নেতাদের আহ্বান আলোর মুখ দেখতে শুরু করেছে।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, আরব উপসাগরের কয়েকটি দেশের শীর্ষ নেতারা মধ্যস্থতা প্রক্রিয়া শুরু করেছেন। হুঁশিয়ার দিয়ে বলেছেন, ভারতের বেসামরিক স্থাপনা এড়িয়ে গেলেও নিশ্চিতভাবে সামরিক অবস্থানে হামলা চালাবে পাকিস্তান সেনাবাহিনী। এমন পরিস্থিতির মধ্যেই পাকিস্তান সফর করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। 

বিভি/এমআর

মন্তব্য করুন: