জম্মু দিয়ে ভারতে প্রবেশকালে ৭ পাকিস্তানিকে গুলি করে মারলো বিএসএফ

ছবি: ফাইল ফটো
ভারতের জম্মু সীমান্ত এলাকায় ৭ পাকিস্তানিকে গুলি করে হত্যা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার (৮ মে) এক বিবৃতিতে বিএসএফ জানিয়েছে, সাম্বার সীমান্ত ক্রসিংয়ের কাছে হঠাৎ গুলি ছোড়া শুরু করে পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী রেঞ্জার্সের সদস্যরা। বিএসএফের সদস্যরাও পাল্টা গুলি ছুড়তে থাকেন।
এই গুলি বিনিময়ের ফাঁকেই সীমান্ত দিয়ে বেশ কয়েক জন পাকিস্তানি নাগরিককে জম্মুতে ঢোকানোর চেষ্টা করে রেঞ্জার্স। বিষয়টি টের পেয়ে অনুপ্রবেশকারীদের লক্ষ্য করে গুলি ছোড়া শুরু বিএসএফ জওয়ানরা। বেশিরভাগ অনুপ্রবেশকারী পালাতে সক্ষম হলেও ৭ জন নিহত হন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে জম্মুসহ ভারত পাকিস্তানের সীমান্তবর্তী বিভিন্ন শহরে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। ভারতের প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, জম্ম ও কাশ্মিরের জম্মু, পাঠানকোট, উধমপুর, রাজস্থান, গুজরাট ও পাঞ্জাবে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান।
তবে এতে ক্ষয়ক্ষতির কোনো ঘটনা ঘটেনি। কারণ লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই সেগুলো ধ্বংস করতে সক্ষম হয়েছে ভারতের সেনাবাহিনী।
গত ২২ এপ্রিল ভারতের জম্মু-কাশ্মির রাজ্যের অনন্তনাগ জেলার পেহেলগামের বৈসরন উপত্যকায় হামলা চালিয়ে ২৬ জন ভারতীয় পর্যটককে হত্যার পর থেকে ভারত পাকিস্তান এখন মারাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে। যদিও পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ শুনিয়েছেন আশার কথা। তিনি জানিয়েছেন, যুদ্ধ থামানের চেষ্টা করছে উপসাগরীয় দেশ গুলো। সূত্র: এনডিটিভি
বিভি/এমআর
মন্তব্য করুন: