• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

গুজরাট বিশ্ববিদ্যালয়

হলে তারাবির নামাজ পড়ায় ৫ শিক্ষার্থীকে পেটানোয় ২জন আটক

প্রকাশিত: ১৩:০৬, ১৮ মার্চ ২০২৪

আপডেট: ১৪:৫৯, ১৮ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
হলে তারাবির নামাজ পড়ায় ৫ শিক্ষার্থীকে পেটানোয় ২জন আটক

ভারতের গুজরাট বিশ্ববিদ্যালয়ের হলে তারবির নামাজ পড়ায় বিদেশি পাঁচ শিক্ষার্থীদের পিটিয়ে আহত করার ঘটনায় সন্দেহভাজন দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় কঠোর ব্যবস্থার আশ্বাস দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত হিতেশভাই ও ভারতভাইকে গ্রেফতার করা হয়েছে। প্রযুক্তিগত সহায়তা নিয়ে আরও ৭ জনকে ধরার চেষ্টা চলছে। 

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, শনিবার রাত সাড়ে দশটার দিকে হলের সামনের চত্ত্বরে তারাবির নামাজ আদায়ের সময় একদল যুবক বাধা দেয়। মসজিদে না গিয়ে হলে তারাবি পড়া নিয়ে আপত্তি তুললে কথা কাটাকাটি হয়। পরে ওই ছাত্রদের বেধড়ক পিটিয়ে আহত করা হয়। ভাঙচুর করা হয় বিভিন্ন রুমে থাকা আসবাবপত্র, শিক্ষা সরঞ্জাম ও হলের বাইরে রাখা একাধিক মোটরসাইকেল। আহত হয়েছেন আফগানিস্তান, শ্রীলঙ্কা, তুর্কমেনিস্তানের একজন করে এবং উত্তর আফ্রিকা থেকে যাওয়া দু'জন শিক্ষার্থী। 

তাদের দাবি, আশেপাশে কোনও মসজিদ না থাকায় হলেই তারাবির নামাজ আদায় করছিলেন তারা। এই ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাসে 'এক্সে' স্ট্যাটাস দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধির জেইশওয়াল।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2