• NEWS PORTAL

  • শনিবার, ০২ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

দ্রুত প্যাট্রিয়ট ব্যবস্থা সরবরাহের দাবি

ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফুরিয়ে আসছে: জেলেনস্কি

প্রকাশিত: ১৬:০১, ৭ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফুরিয়ে আসছে: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে দিয়ে বলেছেন, রাশিয়া তার দেশের বিরুদ্ধে দূর-পাল্লার ক্ষেপণাস্ত্র হামলা নিরবচ্ছিন্নভাবে চালিয়ে গেলে তার দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্র ভাণ্ডার অচিরেই ফুরিয়ে যাবে।

ইউক্রেনের জ্বালানি অবকাঠামো এবং ছোট ও বড় শহরগুলো লক্ষ্য করে রুশ সেনাবাহিনী যখন ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে তখন জেলেনস্কি তার দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্দশার কথা তুলে ধরলেন।

তিনি এ সতর্কবার্তার মাধ্যমে পশ্চিমা দেশগুলোকে ইউক্রেনের কাছে সমরাস্ত্র সরবরাহ বাড়িয়ে দেয়ার আহ্বান জানালেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট শনিবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে বলেন, “রাশিয়া গত এক মাস ধরে যেভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে এভাবে যদি প্রতিদিন চালিয়ে যায় তাহলে আমাদের ক্ষেপণাস্ত্র শেষ হয়ে যাবে। আমাদের সহযোগীরা একথা জানে।”

জেলেনস্কি তার দেশের জরুরি ভিত্তিতে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের প্রয়োজন বলে দাবি করেন। তিনি বলেন, রাশিয়ার ব্যালিস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে প্যাট্রিয়টের বিকল্প নেই। ইউক্রেনের প্রেসিডেন্ট এ ধরনের ২৫টি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করার জন্য পাশ্চাত্যের প্রতি আহ্বান জানান। 

বিভি/ এসআই

মন্তব্য করুন: